IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য কবে ভারতের দল ঘোষণ? জানিয়ে দিলেন বোর্ড কর্তা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs West Indies: এশিয়া কাপের পর ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। কবে দল ঘোষণা, জানিয়ে দিলেন বোর্ড কর্তা।
এশিয়া কাপের পর ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রবিবার বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, এই সিরিজের জন্য ভারতের দল ২৩ বা ২৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হবে।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১০ অক্টোবর থেকে। এই সিরিজটি হবে নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের অধীনে ভারতের প্রথম হোম সিরিজ। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে গিলের নেতৃত্বে ভারত ২-২ সমতায় সিরিজ শেষ করেছে।
ওয়েস্ট ইন্ডিজ দল এই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্যারিবিয়ানরা। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার তাগেনারাইন চন্দ্রপল এবং মিডল অর্ডার ব্যাটার আলিক আথানাজে। এ ছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে।
advertisement
advertisement
প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, শীর্ষক্রমের ব্যাটিং দুর্বলতা কাটাতে চন্দ্রপলকে ফিরিয়ে আনা হয়েছে। আর স্পিন কন্ডিশনের কথা মাথায় রেখে আথানাজে দলে এসেছেন। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে গুডাকেশ মতি’কে বিশ্রামে রেখে পিয়েরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারত, যারা বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে, তারা ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলবে। অপরদিকে, অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজ হবে একটি বড় চ্যালেঞ্জ। ভারতের কন্ডিশনে ব্যাটিং লাইনআপ কেমন পারফর্ম করে, তা নিয়েও রয়েছে সংশয়।
advertisement
আরও পড়ুনঃ এশিয়া কাপের মাঝেই ভারতীয় দলে ধাক্কা! সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে খেলবেন না মহাতারকা! বড় আপডেট
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড:রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, আলিক আথানাজে, জন ক্যাম্পবেল, তাগেনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়েরে, জেডেন সিলস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 4:05 PM IST