Rinku Singh Threat : '৫ কোটি টাকা চাই, না হলে...!' রিঙ্কু সিংকে প্রাণে মেরে ফেলার হুমকি, যারা 'থ্রেট' দিল, শুনলে হা হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rinku Singh Threat- মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই হুমকি নাকি মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের 'ডি কোম্পানি' দিয়েছে রিঙ্কু সিংকে।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা রিঙ্কু সিংহ-কে হুমকি!
জানা যাচ্ছে, আন্ডারওয়ার্ল্ড থেকে ৫ কোটি টাকার মুক্তিপণ চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। চাঞ্চল্যকর হুমকির ঘটনা প্রকাশ্যে এসেছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই হুমকি নাকি মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ দিয়েছে তাঁকে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে রিঙ্কুর প্রোমোশনাল টিমকে তিনটি হুমকি মেসেজ পাঠানো হয়েছিল বলে খবর।
advertisement
এর আগে জীশান সিদ্দিকী-কে একই হুমকি দেওয়া হয়েছিল। তাঁর বাবা এনসিপি নেতা বাবা সিদ্দিকী-কে হত্যার পর ১০ কোটি টাকার মুক্তিপণ চাওয়া হয়েছিল জীশানের কাছে। এই মামলায় ইন্টারপোল ত্রিনিদাদ ও টোবাগো থেকে দুই অভিযুক্ত—মহম্মদ দিলশাদ ও মহম্মদ নবীদকে গ্রেফতারে ভারতের সাহায্য করেছিল।
advertisement
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, রিঙ্কু সিংহের প্রোমোশনাল টিমকে যে হুমকির মেসেজ পাঠানো হয়েছিল, তা মুক্তিপণ দাবির সঙ্গে ছিল। অন্যদিকে, জীশান সিদ্দিকী ১৯ থেকে ২১ এপ্রিলের মধ্যে এমন ই-মেইল পেয়েছিলেন, যেখানে মুক্তিপণ না দিলে ‘ভয়ানক পরিণতি’র হুমকি দেওয়া হয়েছিল।
advertisement
এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তর প্রদেশের ছোট শহর আলীগড় থেকে উঠে আসা রিঙ্কু সিংহ অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র নিজের পরিশ্রমের জোরে ভারতীয় ক্রিকেট দলে পৌঁছেছেন। তাঁর বাবা খানচাঁদ সিংহ একটা সময় গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করতেন। ক্রিকেট খেলার পেছনে সময় দেওয়ার কারণে রিঙ্কু বহুবার বাবার কাছে মারও খেয়েছেন। কিন্তু তিনি হতাশ হননি বা হাল ছাড়েননি।
advertisement
আরও পড়ুন- এশিয়া কাপে পুরস্কার পেলেন দামি গাড়ি, সেটা ভারতে আনতে পারবেন না অভিষেক শর্মা!
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর হয়ে খেলা রিঙ্কু সিংহ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চতুর্থ বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করে ম্যাচের নায়ক হন। ইতিমধ্যে তাঁর বাগদান হয়েছে জৌনপুরের মছলিশশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজ-এর সঙ্গে। সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হওয়া প্রিয়া সরোজের বাবা একাধিকবার বিধায়ক ছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 1:43 PM IST