Ind vs Sa T20 : এবার টি২০ সিরিজ, ম্যাচের ২৪ ঘণ্টা আগে দেখে নিন ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন! ৯ জন ক্রিকেটার বাদ, দলে ফিরছেন মহাতারকা

Last Updated:

Ind vs Sa T20 Series : টেস্ট সিরিজে হার এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এখন ভারতের নজর পুরোপুরি টি–২০ ক্রিকেটে। ২০২৬ টি–২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ খেলতে হবে।

News18
News18
মুম্বই : টেস্ট সিরিজে হার এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এখন ভারতের নজর পুরোপুরি টি–২০ ক্রিকেটে। ২০২৬ টি–২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ খেলতে হবে। মেগা ইভেন্টের আগে এটি ভারতীয় দলের শেষ অ্যাসাইনমেন্ট।
প্রথম ম্যাচ মঙ্গলবার (৯ ডিসেম্বর) কটকের বারাবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঘাড়ে চোটের কারণে ওডিআই দলের বাইরে থাকা শুভমান গিল এবার দলে ফিরবেন। দলের সহ–অধিনায়ক গিলের সঙ্গে বিশ্বের নম্বর ওয়ান টি–২০ ব্যাটার অভিষেক শর্মা ওপেন করবেন। তৃতীয় ওয়ানডের প্লেয়িং ইলেভেনে থাকা ৯ জন খেলোয়াড় প্রথম টি–২০ ম্যাচের দল থেকে বাইরে যেতে পারেন।
advertisement
অধিনায়ক সূর্যকুমার যাদব তিন নম্বরে ব্যাট করতে পারেন। এই সিরিজে তিনি নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন। তার পরে ব্যাট করতে নামবেন তারকা ব্যাটার তিলক বর্মা। হার্দিক পান্ডিয়া এশিয়া কাপে গ্রোইন ইনজুরির পরে অনেক দিন পর দলে ফিরবেন। ভারত তিনজন অলরাউন্ডার নিয়ে খেলতে পারে— হার্দিক, শিবম দুবে ও অক্ষর পটেল।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দরকে বেঞ্চে বসতে হতে পারে। টপ অর্ডারে জায়গা না পাওয়ায় সঞ্জু স্যামসনকে আবারও বেঞ্চে বসতে হতে পারে। অস্ট্রেলিয়া সফরে জিতেশ শর্মা প্রথম পছন্দ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন, তাই আবারও তাঁকে সুযোগ দেওয়া হলে তা অবাক করার মতো হবে না।
ভারত ঘরের মাঠে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো দুজন স্পেশালিস্ট স্পিনার নিয়ে নামতে পারে, যার ফলে মাত্র একজন পেসারকে সুযোগ দেওয়া হবে। কোচ গৌতম গম্ভীর ভারতের সবচেয়ে বেশি টি–২০ উইকেট নেওয়া অর্শদীপ সিংকে বেঞ্চে বসিয়ে দিতে পারেন। জসপ্রিত বুমরাহ প্লেয়িং ইলেভেনের অংশ হবেন।
advertisement
আরও পড়ুন- Rohit Sharma: ৭৫ রানের মারকাটারি ইনিংস, ৩ বড় রেকর্ড রোহিত শর্মার ঝুলিতে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা শেষ ওয়ানডেতে নামা ৯ জন খেলোয়াড় প্রথম টি–২০ ম্যাচ থেকে বাইরে থাকতে পারেন। তাঁদের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই টি–২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে টি–২০ দলে জায়গা দেওয়া হয়নি।
advertisement
ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন:
শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sa T20 : এবার টি২০ সিরিজ, ম্যাচের ২৪ ঘণ্টা আগে দেখে নিন ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন! ৯ জন ক্রিকেটার বাদ, দলে ফিরছেন মহাতারকা
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement