রোহিত-কোহলির ব্যাটিং নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর! কী জানালেন টিম ইন্ডিয়ার হেডস্যার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir: অস্ট্রসেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে-তে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রোহিত শর্মা। রোহিত দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর শেষ ম্যাচে করেন সেঞ্চুরি।
অস্ট্রসেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে-তে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন রোহিত শর্মা। রোহিত দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর শেষ ম্যাচে করেন সেঞ্চুরি। অপরদিকে, প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সমালোচনার বাণে বিদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু শেষ ম্যাচে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলে সমালোচকদের চুপ করিয়েছেন ভিকে। ১৬৪ রানের জুটি গড়েন রোহিত ও কোহলি।
রোহিত-বিরাটের রানে ফেরার পর চারিদিকে প্রশংসিত হচ্ছেন। দুই মহাতারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনাও এখন অনেক উজ্জ্বল বলে মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কী প্রতিক্রিয়া রোহিত-কোহলিকে নিয়ে তা দেখার অপেক্ষায় ছিল সকলেই। অবশেষে সামনে এল গম্ভীরের প্রতিক্রিয়া।
রোহিত-কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। তবে বিসিসিআই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ড্রেসিং রুমের একটি ভিডিও শেয়ার করেছে। প্রায়শই, কোনও ম্যাচ বা সিরিজ শেষ হওয়ার পরে, এমন একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে ম্যানেজমেন্ট খেলোয়াড়দের বিশেষ পুরস্কার প্রদান করে। সিডনি ওয়ানডে-র পরে প্রকাশিত একটি ভিডিওতে, গৌতম গম্ভীর রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে জুটির প্রশংসা করেছেন।
advertisement
advertisement
An impressive all-round outing, applauded by inspiring words from Head Coach @GautamGambhir 🙌 🗣
🎥 A reflection of the 3️⃣rd #AUSvIND ODI, followed by a presentation of the ???????????????????????? ???????????????????????? ???????? ???????????? ???????????????????????? medal 🏅 #TeamIndia | @ImRo45…
— BCCI (@BCCI) October 27, 2025
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গৌতম গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, “বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে জুটি ছিল অসাধারণ, খুব ভালো জুটি এবং রোহিত বিশেষভাবে উল্লেখ করার যোগ্য, সে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে। সে কেবল সেঞ্চুরিই করেনি, ম্যাচটিও শেষ করেছে, বিরাটের অবদানও প্রশংসনীয়। দুজনেই অনবদ্য।”
advertisement
প্রসঙ্গত, রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটিকে আবার ৩০ নভেম্বর একসঙ্গে দেখা যাবে। টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে – ৩০ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে – ৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ানডে – ৬ ডিসেম্বর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 1:59 PM IST

