Playing 11 For India In Asia Cup 2025: এশিয়া কাপে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? বেছে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

Last Updated:

Best Playing 11 For India In Asia Cup 2025: ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ ২০২৫-এর জন্য দল ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। এশিয়া কাপে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

News18
News18
ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপ ২০২৫-এর জন্য দল ঘোষণা করার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। প্রধান নির্বাচক অজিত আগারকর স্পষ্ট করেছেন যে শুভমান গিলের দলে অন্তর্ভুক্তি নিয়ে কোনও দ্বিধা ছিল না। তিনি এর আগেও সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছেন, এবং এবারও সেই ভূমিকাতেই ফিরেছেন। গিল মাঝে না থাকায় অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ইনিংস শুরু করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।
শুভমান গিলের প্রত্যাবর্তনে দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দু’জনেই সাম্প্রতিককালে সফলভাবে ওপেন করেছেন। বিশেষ করে স্যামসন ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তবে এখন মনে হচ্ছে, গিলের ফেরার পর স্যামসনকে জায়গা ছাড়তে হতে পারে। এমনকী সঞ্জুর প্রথম একাদশে জায়গা হবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনায়
advertisement
ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে তার ইউটিউব চ্যানেলে মত দিয়েছেন যে, গিল ও অভিষেকই এশিয়া কাপে ওপেনিং করবেন। তিনি বলেন,”শুভমান দলে ফিরে এসেছে, আমি নিশ্চিত সে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবে। ব্যক্তিগতভাবে, আমি সঞ্জু স্যামসনকে দলে দেখতে চাই কারণ ও সত্যিই ভালো খেলেছে। খুব আত্মবিশ্বাসী, এবং দুর্দান্ত টিম-ম্যান। কিন্তু আমার মনে হয় ওকে বাইরে বসতে হবে।”
advertisement
advertisement
এছাড়াও, রাহানে বোলিং বিভাগে বুমরাহ ও অর্শদীপের জুটিকে নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন,”আমি সত্যিই খুব আগ্রহ নিয়ে এই এশিয়া কাপে জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংকে একসঙ্গে বোলিং করতে দেখতে চাই। বুমরাহ সম্পর্কে আমরা বেশি কিছু বলতে চাই না, আমরা সবাই জানি ও কতটা ভয়ঙ্কর হতে পারে। অর্শদীপ খুব আত্মবিশ্বাসী, দুই দিকেই বল সুইং করাতে পারে, সোজা এবং ওয়াইড ইয়র্কার দিতেও পারে।” তিনি আরও বলেন,”১১ নম্বর খেলোয়াড় নির্ভর করবে উইকেটের উপর, কারণ আমরা দুবাইতে খেলছি। উইকেট এবং কন্ডিশনের উপর নির্ভর করে হয়তো বরুণ চক্রবর্তী অথবা হর্ষিত রানা খেলবে।”
advertisement
এক ঝলকে দেখে নিন অজিঙ্কে রাহানের বেছে নেওয়া ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার য়াদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ য়াদব, বরুণ চক্রবর্তী / হর্ষিত রানা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Playing 11 For India In Asia Cup 2025: এশিয়া কাপে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ? বেছে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement