KKR Bharat Arun: টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার কেকেআর বোলিং কোচ

Last Updated:

Bharat Arun now KKR bowling coach in IPL. কেকেআরের বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ, নাইট রাইডার্স যে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা হলেন ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।

কেকেআরের বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ
কেকেআরের বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ
মুম্বই: রবি শাস্ত্রী ভারতীয় দলকে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার পেছনে অনেকটাই অবদান ছিল এই ব্যক্তির। বেশি সামনে আসতে পছন্দ করতেন না। নিঃশব্দে কাজ করে যাওয়া হয়েছিল তার লক্ষ্য। তামিলনাড়ুর ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল তিনি। ভারতের হয়ে অল্প কিছু টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছেন। জুনিয়র দলের কোচ থাকার সময় ভারত অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ জিতেছে।
সেই ভরত অরুণকে বোলিং কোচ করল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ভারতীয় দলকে প্রশিক্ষণ দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁর মেয়াদ শেষ হয়। আইপিএল-এর কোনও দলে আসার কথা শোনা যাচ্ছিল। সেটাই সত্যি হল। কলকাতার দলে যোগ দিলেন তিনি। মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের নিয়ে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তোলার পিছনে ভরতের হাত রয়েছে।
advertisement
advertisement
কলকাতা দল তাঁকে আনায় তাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। ভরত বলেন, আমি খুব উত্তেজিত। নাইট রাইডার্সের মতো সফল একটা দলের বোলিং কোচ হতে পেরে দারুণ লাগছে। আইপিএল এবং অন্য টি- টোয়েন্টি লিগে নাইট রাইডার্স শুধু সফলই নয়, তাদের পেশাদারিত্ব মুগ্ধ করেছে আমায়। প্রধান কোচ হিসেবে দায়িত্ব রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের হাতে।
advertisement
তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভরতের। আমার মনে হয় দলকে আরও শক্তিশালী করবে ও। দলের বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে ভরত। ভরতকে নাইট রাইডার্স সংসারে স্বাগত জানিয়েছেন কেকেআর দলের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ভরতের মতো অভিজ্ঞ এবং দক্ষ একজন দলে আসায় আরও শক্তিশালী হব আমরা।
advertisement
এবছর কলকাতা নাইট রাইডার্স যে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছে তারা হলেন ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এছাড়া নিয়মের বেড়াজালে বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু কেকেআর বরাবর তরুণ ভারতীয় ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য খ্যাতি আছে।
প্রসিদ কৃষ্ণ, শিবম মভিদের নিলাম থেকে আবার কিনে নিতে পারে নাইট রাইডার্স। এই দুজন তরুণ পেসার যথেষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ। প্রসিদ তো সিনিয়র জাতীয় দলে খেলে ফেলেছেন। পাশাপাশি আগামী দিনে ভারতীয় ক্রিকেট দল হিসেবে তৈরি করতে চাইছে ভেঙ্কটেশ আইয়ারকে। সেক্ষেত্রে ভরত অরুণ একটা বড় ভূমিকা নিতে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR Bharat Arun: টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার কেকেআর বোলিং কোচ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement