রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভারতকে বিশ্বকাপ জেতাবে দুই বাঁ-হাতি! বিরাট চমক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Shastri prediction on T20 World Cup 2024: আইসিসির শেয়ার করা ভিডিওতে রবি শাস্ত্রী বলেছেন, 'এই দুই ভদ্রলোকের ওপর আপনাদের নজর রাখতে হবে। দুজনেই বাঁহাতি খেলোয়াড়। দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপ খেলছেন। একজন যশস্বী জয়সওয়াল, আরেকজন শিবম দুবে। ওরা দুজনেই ম্যাচ উইনার। ও তো যেন মজা করার জন্য ছক্কা মারে! স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখার মতো।
কলকাতা: ভারতে এখনও আইপিএল নিয়ে জনপ্রিয়তা এতটুকু কমেনি। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে। ৩০ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই।
১৫ সদস্যের এই দলে বিগ হিটারের আধিক্য দেখা গিয়েছে। কিন্তু রবি শাস্ত্রী এমন দুটি নাম নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন, যারা আইপিএল ২০২৪-এ দুরন্ত পারফর্ম করেছেন। শাস্ত্রী বলেছেন, এই দুই বাঁহাতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে প্রাণঘাতী বলে প্রমাণিত হতে পারেন।
আরও পড়ুন- নীল রঙ মুছে গেল! সেই দিন আর নেই, ভারতের বিশ্বকাপ জার্সি ঘিরে আবার বিতর্ক!
টিম ইন্ডিয়ার তরুণ ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রথম ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। জয়সওয়ালকে আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেছে। তাঁর নামের পাশে আইপিএলে সেঞ্চুরিও রয়েছে।
advertisement
advertisement
দ্বিতীয় নাম শিবম দুবে। আইপিএল ২০২৪-এ দুবের দুরন্ত ব্যাটিং নজর কেড়েছে নির্বাচকদের। আইপিএল ২০২৪-এর মতো ফর্মে থাকলে শিবম ভারতের সেরা অস্ত্র হতে পারেন বলে মনে করেন শাস্ত্রী।
আইসিসির শেয়ার করা ভিডিওতে রবি শাস্ত্রী বলেছেন, ‘এই দুই ভদ্রলোকের ওপর আপনাদের নজর রাখতে হবে। দুজনেই বাঁহাতি খেলোয়াড়। দুজনেই নিজেদের প্রথম বিশ্বকাপ খেলছেন। একজন যশস্বী জয়সওয়াল, আরেকজন শিবম দুবে। ওরা দুজনেই ম্যাচ উইনার। ও তো যেন মজা করার জন্য ছক্কা মারে! স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ওর ব্যাটিং দেখার মতো।
advertisement
আরও পড়ুন- পুরো বদলে গেল আইপিএলের প্লে-অফের অঙ্ক! মুম্বই হায়দরাবাদকে হারাতেই জমে গেল লড়াই
ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, ‘আমার মনে হয় পাঁচ বা ৬ নম্বর পজিশনে শিবম খুব গুরুত্বপূর্ণ একজন। ওকে টিম ম্যানেজমেন্ট সেভাবেই ব্যবহার করবে বলে মনে হয়।
শাস্ত্রী আরও বলেন, ওর স্ট্রাইক রেট ২০০-র বেশি থাকে সব সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রায় সব ম্যাচে ১৯০-২০০ রান গড়ে করতে হবে, যদি প্রথমে ব্যাটিং করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 4:21 PM IST