IND vs ENG: ১৩৬ বছর পর টেস্ট ক্রিকেটে ঘটল এমন ঘটনা! বড় রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

Last Updated:

IND vs ENG 3rd Test: জমে উঠেছে লর্ডস টেস্ট। শেষ দিনে যে কোনও দল জিততে পারে। ভারতের জয়ের জন্য দরকার ১৩৫ রান আর ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট। তবে এখনও কিছুটা অ্যাডভান্টেজ ভারতীয় দল।

News18
News18
জমে উঠেছে লর্ডস টেস্ট। শেষ দিনে যে কোনও দল জিততে পারে। ভারতের জয়ের জন্য দরকার ১৩৫ রান আর ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট। তবে এখনও কিছুটা অ্যাডভান্টেজ ভারতীয় দল। পঞ্চম দিনে ম্যাচের ফল কী হবে তার উত্তর তো মিলবে সোমবারের লর্ডসে, তবে রবিবার ক্রিকেটের মক্কায় বিরলতম রেকর্ড গড়েছে ভারতীয় দল।
টিম ইন্ডিয়া লর্ডসেও নিজেদের দাপট দেখিয়েছে এবং ১৩৬ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি করেছে। ১৩ জুলাই লর্ডস টেস্টের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার বিধ্বংসী বোলিং দেখতে পাওয়া যায়। এতদিন ইংল্যান্ডের বিরুদ্ধে পেসারদের উপর নির্ভর করে লড়াই করা টিম ইন্ডিয়ার হয়ে এবার স্পিনার ওয়াশিংটন সুন্দরও নিজের জাদু দেখান এবং ইতিহাস পুনরাবৃত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া টানা ৭ ব্যাটারকে বোল্ড করেছে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটল।
advertisement
টিম ইন্ডিয়া ইংল্যান্ডের চতুর্থ উইকেট থেকে দশম উইকেট পর্যন্ত টানা ৭ ব্যাটারকে বোল্ড করে। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় বার ঘটল, যেখানে একটি ইনিংসে মিডল অর্ডার থেকে টেলেন্ডার পর্যন্ত সব ব্যাটার বোল্ড আউট হয়েছেন। এর আগে এটি ঘটেছিল ১৮৮৯ সালে, কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে খেলা টেস্ট ম্যাচে। যেখানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৯ জন ব্যাটার বোল্ড হয়েছিলেন। সেখানেও তৃতীয় উইকেট থেকে দশম উইকেট পর্যন্ত টানা সবাই একইভাবে আউট হয়েছিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা বোলার ছিলেন ওয়াশিংটন সুন্দর। রবিবার তিনি ১২.১ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তিনি প্রথম উইকেটটি নেন লাঞ্চের পরের সেশনে জো রুটকে আউট করে, এরপর জেমি স্মিথকে বোল্ড করেন। রুট করেন ৯৬ বলে ৪০ রান, আর স্মিথ মাত্র ৮ রান করেন। তৃতীয় সেশনে সুন্দর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে বোল্ড করে দেন ৩৩ রানে এবং এরপর শোয়েব বশিরকে ২ রানে আউট করে ইংল্যান্ডের ইনিংস শেষ করে দেন। ভারতের হয়ে সুন্দর ছাড়াও, পেসার মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন। এছাড়া আকাশ দীপ ও নিঠিশ কুমার রেড্ডি ১টি করে উইকেট নেন।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ১৩৬ বছর পর টেস্ট ক্রিকেটে ঘটল এমন ঘটনা! বড় রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement