IND vs ENG: লর্ডস টেস্টের রেজাল্ট নিয়ে বড় 'ভবিষ্যদ্বাণী'! ভারত কি জিতবে? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: উত্তেজনার চরমে পৌছে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষে ম্যাচের ফল যে কোনও দলের দিকে যেতে পারে। ম্যাচের ফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী।
উত্তেজনার চরমে পৌছে গিয়েছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষে ম্যাচের ফল যে কোনও দলের দিকে যেতে পারে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করার পর, চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের সংগ্রহ ১৭.৪ ওভারে ৪ উইকেটে ৫৮ রান। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার আরও ১৩৫ রান, আর ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ছয়টি উইকেট।
শেষ দিনে অনেক কিছুই নির্ভর করছে, তবে ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর মনে করেন, ভারত নিশ্চিতভাবেই সোমবার ম্যাচ জিতবে। স্কাই স্পোর্টসে নাসের হুসেন ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা বলার সময় সুন্দর বলেন, “ভারত নিশ্চয়ই আগামীকাল (সোমবার) জিতবে, সম্ভবত প্রথম সেশনেই।” ম্যাচটি কখন শেষ হবে জানতে চাইলে সুন্দর বলেন, “সম্ভবত লাঞ্চের একটু পরেই।”
advertisement
ওয়াশিংটন সুন্দর আরও বলেন, “আমরা যে অবস্থানে এখন আছি…স্টাম্পস পর্যন্ত যদি ১ উইকেটেই থাকতাম, তা হলে ভালো হতো। তবে যেভাবে আমাদের পেসাররা, বিশেষ করে ফাস্ট বোলাররা, আজ সারাদিন চাপ ধরে রেখে বল করেছে, তা অসাধারণ।”
advertisement
“Defninitely India winning tomorrow!” 😁
Washington Sundar reflects day four for India at Lord’s 🇮🇳 pic.twitter.com/ha7iCscMMh
— Sky Sports Cricket (@SkyCricket) July 13, 2025
advertisement
দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা বোলার ছিলেন ওয়াশিংটন সুন্দর। রবিবার তিনি ১২.১ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তিনি প্রথম উইকেটটি নেন লাঞ্চের পরের সেশনে জো রুটকে আউট করে, এরপর জেমি স্মিথকে বোল্ড করেন।
রুট করেন ৯৬ বলে ৪০ রান, আর স্মিথ মাত্র ৮ রান করেন। তৃতীয় সেশনে সুন্দর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে বোল্ড করে দেন ৩৩ রানে এবং এরপর শোয়েব বশিরকে ২ রানে আউট করে ইংল্যান্ডের ইনিংস শেষ করে দেন।
advertisement
ভারতের হয়ে সুন্দর ছাড়াও, পেসার মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন। এছাড়া আকাশ দীপ ও নিঠিশ কুমার রেড্ডি ১টি করে উইকেট নেন। তবে দিনের শেষে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা চাপ বাড়ালেও শেষ হাসি ভারতই হাসবে সে বিষয়ে আত্মবিশ্বাসী ওয়াশিংটন সুন্দর। তবে ভারত যে পরিস্থিতিতে রয়েছে তাতে ম্যাচ খুব সহজে জেতা সম্ভব হবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 9:11 AM IST