IND vs AUS: পারথে অজিদের দম্ভ মাটিতে মিশিয়ে দিল ভারত, ২৯৫ রানে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার

Last Updated:

India vs Australia: এই ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের পর যে 'আহত বাঘ' তা টের পায়নি কেউ। খোঁচা খেলে ভারতীয় দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিজেদের ডেরায় টের পেল অজিরা।

News18
News18
পারথ: কেউ বলেছিল সিরিজের ফল ৫-০, কেউ বলেছিল ৪-০। পারথে অস্ট্রেলিয়ার সামনে ভারত দাঁড়াতে পারবে না বলেও মনে করেছিলেন অনেকেই। কিন্তু এই ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের পর যে ‘আহত বাঘ’ তা টের পায়নি কেউ। খোঁচা খেলে ভারতীয় দল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিজেদের ডেরায় টের পেল অজিরা। পারথে অস্ট্রেলিয়ার দম্ভ মাটিতে মিশিয়ে দিল টিম ইন্ডিয়া। যেই মাঠে কেউ হারাতে পারেনি অজিদের, সেখানেই ভারতীয় পতাকা উড়ল পতপত করে। বুঝিয়ে দিল অজিভূমে সিরিজ জয়ের হ্য়াটট্রিক করতেই পা রেখেছে ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল টিম ইন্ডিয়া।
পারথে প্রথম দিনের প্রথম সেশন বাদে গোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে ভারতীয় দল। কোনও লড়াই দিতে পারেনি ব্যাগি গ্রিনরা। ভারতের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ১০৪ রানে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের আগুনে বোলিংয়ে ৪৬ রানের মহামূল্যবান লিড পায় ভারতীয় দল। আর প্রথম ইনিংসে যে ভারতীয় দলের ব্যাটিংকে নড়বড়ে দেখিয়েছিল দ্বিতীয় ইনিংসে যেন সম্পূর্ণ অন্য দল।
advertisement
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অজি পেস অ্যাটাককে রীতিমত শাসন করে ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলির শতরানের সৌজন্য পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। যশস্বী করেন ১৬১ রান, ১০০ রানে অপরাজিত থাকেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ৪৮৭ রানে ৬ উইকেটে ইনিংস ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড ছিল ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার সাননে টার্গেট দাঁড়ায় ৫৩৪ রান। তৃতীয় দিনের শেষেই অজিদের কোমড় ভেঙে দিয়েছিল ভারতীয় দল।
advertisement
advertisement
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১২ রানে ৩ উইকেট। চতুর্থ দিনেও ভারতীয় বোলাররা নিজেদের দাপট বজায় রাখে। ট্রেভিস হেডের ৮৯, নিচেল মার্শের ৪৭ রানের ইনিংস ছাড়া কোনও অজি ব্যাটার দাঁডাতে পারেনি। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৩৮ রানে। পারথের অকটাস স্টেডিয়ামে প্রথম বিদেশি দল হিসেবে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। ২৯৫ রানে ঐতিহাসিক জয় পেল টিম ইন্ডিয়া। ৩টি করে উইকেট নেন বুমারহ ও সিরাজ। ২টি উইকেট নে ওয়াশিংটন সুন্দর। একটি করে শিকার করেন হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: পারথে অজিদের দম্ভ মাটিতে মিশিয়ে দিল ভারত, ২৯৫ রানে ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement