Team India Sponsor: ভারতীয় দল পেয়ে গেল নতুন স্পনসর, জনপ্রিয় সংস্থার নাম থাকবে টিম ইন্ডিয়ার জার্সিতে, কত টাকা ঢালবে এবার তারা?

Last Updated:

Team India New Sponsor- এবার এশিয়া কাপে টাইটেল স্পনসর ছাড়াই খেলতে নেমেছে ভারতীয় দল। ভারত সরকারের নতুন আইনের জেরে সরে গিয়েছে Dream11. এর পর দ্রুত নতুন স্পনসরের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড।

News18
News18
কলকাতা : ড্রিম ইলেভেন সরে যাওয়ার ২১ দিনের মাথায় নতুন স্পনসর জোগাড় করে ফেলল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর অ্যাপোলো টায়ারস।
এবার এশিয়া কাপে টাইটেল স্পনসর ছাড়াই খেলতে নেমেছে ভারতীয় দল। ভারত সরকারের নতুন আইনের জেরে সরে গিয়েছে Dream11. এর পর দ্রুত নতুন স্পনসরের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বোর্ড। বেশ কিছু নাম ছিল তালিকায়। মনে করা হচ্ছিল, এবার টিম ইন্ডিয়ার স্পনসর হতে পারে কোনও এফএমসিজি কোম্পানি। তবে বাস্তবে সেটা হল না।
advertisement
মাত্র ২১ দিনের মাথাতেই নতুন স্পনসরের নাম চূড়ান্ত হয়ে গেল। জানা যাচ্ছে, Dream11-এর থেকে বেশি টাকা দেবে এই নতুন সংস্থা। ২০২৭ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এবার থেকে প্রতিটা ম্যাচের জন্য অ্যাপোলো টায়ার্স সাড়ে চার কোটি টাকা করে দেবে। Dream11 এতদিন ম্যাচ পিছু দিত চার কোটি টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- ১৫ ওভারের পর আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখেননি সৌরভ! জানালেন বড়সড় কারণ
চুক্তি ২০২৭ সাল পর্যন্ত, এই পর্বে মোট ১৩০টা ম্যাচ খেলা হবে। তা থেকে আন্দাজ করাই যায়, ভারতীয় দলের জন্য কত টাকা ঢালবে নতুন স্পনসর। জানা গিয়েছে, জেকে টায়ার্স ও অনলাইন ভিডিও এডিটিং সফটওয়ার সংস্থা ক্যানভা ছিল দৌড়ে। এমনকী বিড়লা অপ্টাস পেইন্টস আগ্রহ প্রকাশ করেছিল বলেও জানা যায়। তবে তারা বিডিংয়ে অংশ নিতে চায়নি। বোর্ড অবশ্য বিডিং চেয়েছিল নতুন স্পনসরের জন্য। ফলে সবাইকে পিছনে ফেলে অ্যাপোলো টায়ার্স নতুন টাইটেল স্পনসর টিম ইন্ডিয়ার।
বাংলা খবর/ খবর/খেলা/
Team India Sponsor: ভারতীয় দল পেয়ে গেল নতুন স্পনসর, জনপ্রিয় সংস্থার নাম থাকবে টিম ইন্ডিয়ার জার্সিতে, কত টাকা ঢালবে এবার তারা?
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement