Huge Cash seized from Civil Servant: আমলার বাড়িতে টাকার পাহাড়, সোনার যেন খনি! গুনতে আনা হল মেশিন, কী ভাবে পেলেন এত টাকা? অসমে ধৃত আধিকারিক

Last Updated:
Huge Cash seized from Civil Servant: অসম পুলিশ অসম সিভিল সার্ভিস (ACS) অফিসার নূপুর বোরাকে তার আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করেছে। অসম পুলিশ চিফ মিনিস্টার্স ভিজিলেন্স টিম সোমবার অভিযুক্ত আধিকারিকের বাস ভবন থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে।
1/5
অসম পুলিশ অসম সিভিল সার্ভিস (ACS) অফিসার নূপুর বোরাকে তার আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করেছে। অসম পুলিশ চিফ মিনিস্টার্স ভিজিলেন্স টিম সোমবার অভিযুক্ত আধিকারিকের গুয়াহাটির বাসভবনে অভিযান চালিয়ে প্রায় ₹৯০ লাখ নগদ এবং ₹১ কোটি মূল্যের সোনার গহনা উদ্ধার করেছে।
অসম পুলিশ অসম সিভিল সার্ভিস (ACS) অফিসার নূপুর বোরাকে তার আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে গ্রেফতার করেছে। অসম পুলিশ চিফ মিনিস্টার্স ভিজিলেন্স টিম সোমবার অভিযুক্ত আধিকারিকের গুয়াহাটির বাসভবনে অভিযান চালিয়ে প্রায় ₹৯০ লাখ নগদ এবং ₹১ কোটি মূল্যের সোনার গহনা উদ্ধার করেছে।
advertisement
2/5
মোট উদ্ধার মূল্য প্রায় ₹২ কোটি অনুমান করা হয়েছে। এছাড়াও, তার বারপেটার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ₹১০ লাখ নগদ উদ্ধার করা হয়েছে।
মোট উদ্ধার মূল্য প্রায় ₹২ কোটি অনুমান করা হয়েছে। এছাড়াও, তার বারপেটার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ₹১০ লাখ নগদ উদ্ধার করা হয়েছে।
advertisement
3/5
একজন আধিকারিকের মতে, অভিযান শেষ হওয়ার পরপরই নূপুর বোরাকে গ্রেফতার করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নূপুর বোরা গত ছয় মাস ধরে নজরদারিতে ছিলেন।
একজন আধিকারিকের মতে, অভিযান শেষ হওয়ার পরপরই নূপুর বোরাকে গ্রেফতার করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নূপুর বোরা গত ছয় মাস ধরে নজরদারিতে ছিলেন।
advertisement
4/5
অভিযুক্ত আধিকারিক নূপুর বোরা, অসমের গোলাঘাটের বাসিন্দা, তিনি ২০১৯ সালে অসম সিভিল সার্ভিসে যোগদান করেন, কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে পোস্টেড ছিলেন।
অভিযুক্ত আধিকারিক নূপুর বোরা, অসমের গোলাঘাটের বাসিন্দা, তিনি ২০১৯ সালে অসম সিভিল সার্ভিসে যোগদান করেন, কামরূপ জেলার গোরোইমারিতে সার্কেল অফিসার হিসেবে পোস্টেড ছিলেন।
advertisement
5/5
সোমবার সকালে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানটি নূপুরের গুয়াহাটির বাসভবন থেকে শুরু হয় এবং পরে আরও তিনটি জায়গায় অভিযান চালানো হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, সরকার ওই আধিকারিকের কার্যকলাপ সম্পর্কে নজর রেখেছিল, তার পরেই ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার সকালে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানটি নূপুরের গুয়াহাটির বাসভবন থেকে শুরু হয় এবং পরে আরও তিনটি জায়গায় অভিযান চালানো হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, সরকার ওই আধিকারিকের কার্যকলাপ সম্পর্কে নজর রেখেছিল, তার পরেই ব্যবস্থা নেওয়া হয়।
advertisement
advertisement
advertisement