ICC T20 World Cup 2021: Shakib Al Hasan-কে কুর্নিশ, মালিঙ্গাকে সরিয়ে দিয়ে গড়লেন এই নজির

Last Updated:

ICC T20 World Cup 2021: শাকিবের নয়া রেকর্ড (Shakib Record) নিঃসন্দেহে দারুণ৷

Bangladesh's Shakib Al Hasan leading wicket taker in T20 international cricket - Photo Courtesy- (Bangladesh Cricket Instagram)
Bangladesh's Shakib Al Hasan leading wicket taker in T20 international cricket - Photo Courtesy- (Bangladesh Cricket Instagram)
#অলওমান : বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ (T20 World Cup 2021) প্রথম মোকাবিলায় স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারতে হয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৯ উইকেট ১৪০ রান করেছিল৷ বাংলাদেশ দল স্কটল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করতে পারে৷ বাংলাদেশকে (Bangladesh) প্রথম ম্যাচেই লজ্জার হার বরণ করতে হয়৷ কিন্তু দল হারলেও বাংলাদেশের তারকা শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) কুর্নিশ করছে বিশ্ব৷ শাকিবের নয়া রেকর্ড (Shakib Record) নিঃসন্দেহে দারুণ৷
যদিও এই ম্যাচে বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)  বড় নজির গড়লেন৷ তিনি লসিত মালিঙ্গার (Lasith Malinga)  রেকর্ড (Shakib Record) ভাঙলেন৷ এতদিন অবধি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন লাসিত মালিঙ্গা, স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মালিঙ্গাকে সরিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন বাংলাদেশের শাকিব আল হাসান (Shakib Al Hasan)৷
advertisement
advertisement
স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট
বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ এরফলে ৮৯ টি টোয়েন্টি ম্যাচে ১০৮ উইকেট নেন৷ শ্রীলঙ্কার তারকা বোলার মালিঙ্গা এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০৭ উইকেট নিয়েছিলেন৷ শাকিব একমাত্র ক্রিকেটার যিনি এই ফর্ম্যাটে ১০০ -র বেশি উইকেট নিয়েছেন এবং ১০০০ রান করেছেন৷
advertisement
ম্যাচ চলাকালীন তিনি রিচার্ড বেরিংটনকে আউট করে মালিঙ্গার সঙ্গে একসারিতে চলে আসেন৷ এরপর আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাইকেল লিস্কের উইকেট নিয়েমালিঙ্গাকে পিছনে ফেলে দেন৷
advertisement
টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম স্থানে এই মুহূর্তে বাংলাদেশের শাকিব আল হাসান, দু নম্বরে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি৷ তিনি এখনও অবধি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে ৯৯ উইকেট করে নিয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2021: Shakib Al Hasan-কে কুর্নিশ, মালিঙ্গাকে সরিয়ে দিয়ে গড়লেন এই নজির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement