ICC T20 World Cup 2021: Shakib Al Hasan-কে কুর্নিশ, মালিঙ্গাকে সরিয়ে দিয়ে গড়লেন এই নজির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2021: শাকিবের নয়া রেকর্ড (Shakib Record) নিঃসন্দেহে দারুণ৷
#অলওমান : বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ২০২১ (T20 World Cup 2021) প্রথম মোকাবিলায় স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারতে হয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ৯ উইকেট ১৪০ রান করেছিল৷ বাংলাদেশ দল স্কটল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রান করতে পারে৷ বাংলাদেশকে (Bangladesh) প্রথম ম্যাচেই লজ্জার হার বরণ করতে হয়৷ কিন্তু দল হারলেও বাংলাদেশের তারকা শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) কুর্নিশ করছে বিশ্ব৷ শাকিবের নয়া রেকর্ড (Shakib Record) নিঃসন্দেহে দারুণ৷
যদিও এই ম্যাচে বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan) বড় নজির গড়লেন৷ তিনি লসিত মালিঙ্গার (Lasith Malinga) রেকর্ড (Shakib Record) ভাঙলেন৷ এতদিন অবধি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন লাসিত মালিঙ্গা, স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মালিঙ্গাকে সরিয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন বাংলাদেশের শাকিব আল হাসান (Shakib Al Hasan)৷
advertisement
Congratulations to .@Sah75official for becoming the highest wicket taker in T20Is (108* wickets).#RiseOfTheTigers pic.twitter.com/giF1Gp1Dfa
— Bangladesh Cricket (@BCBtigers) October 17, 2021
advertisement
স্কটল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট
বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ এরফলে ৮৯ টি টোয়েন্টি ম্যাচে ১০৮ উইকেট নেন৷ শ্রীলঙ্কার তারকা বোলার মালিঙ্গা এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০৭ উইকেট নিয়েছিলেন৷ শাকিব একমাত্র ক্রিকেটার যিনি এই ফর্ম্যাটে ১০০ -র বেশি উইকেট নিয়েছেন এবং ১০০০ রান করেছেন৷
advertisement
ম্যাচ চলাকালীন তিনি রিচার্ড বেরিংটনকে আউট করে মালিঙ্গার সঙ্গে একসারিতে চলে আসেন৷ এরপর আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাইকেল লিস্কের উইকেট নিয়েমালিঙ্গাকে পিছনে ফেলে দেন৷
advertisement
On 🔝 of the charts 📈
Well done, Shakib Al Hasan 👏#BNGvSCO #T20WorldCup #Bangladesh pic.twitter.com/AiGp2XFTNV — T20 World Cup (@T20WorldCup) October 18, 2021
টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম স্থানে এই মুহূর্তে বাংলাদেশের শাকিব আল হাসান, দু নম্বরে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি৷ তিনি এখনও অবধি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে ৯৯ উইকেট করে নিয়েছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2021 11:27 AM IST