• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • দিল্লিতেই হবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল

দিল্লিতেই হবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল

 অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ফিরোজশাহ কোটলাতেই হবে ৩০ মার্চের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ফিরোজশাহ কোটলাতেই হবে ৩০ মার্চের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।

অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত ফিরোজশাহ কোটলাতেই হবে ৩০ মার্চের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি:  রাজধানীর ক্রিকেটে নাটকের ধারা অব্যাহত  ৷ টি২০ বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ   হওয়া  নিয়ে ঘোর সংশয় দেখা দিলেও অবশেষে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন ম্যাচ কোটলাতেই হচ্ছে ৷ তিনি বলেন, ‘‘সমস্যা মিটে গিয়েছে। ফিরোজশাহ কোটলাতেই হচ্ছে টি২০ বিশ্বকাপের পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ম্যাচগুলি।’’ একমাত্র দক্ষিণ দিল্লি পুরসভা ফিরোজশাহ কোটলার আর পি মেহতা ব্লকের (যার উপরের তলায় সাংবাদিকদের বসার ব্যাবস্থাও রয়েছে।)  ক্লিয়ারেন্স সাটির্ফিকেট পাওয়া যাচ্ছিল  না। যার জন্য ম্যাচ  বেঙ্গালুরুতে সরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছিল। অবশেষে অনেক কষ্টে আইসিসি-কে অনুরাগরা বোঝাতে সফল হয়েছেন কেন সেমিফাইনাল ম্যাচ কোটলাতেই হওয়া উচিৎ ৷ জট কাটাতে  দক্ষিণ দিল্লি পুরসভার কমিশনার ও জাস্টিস মুকুল মুদগল যথেষ্ট সাহায্য করেছেন বলেও জানিয়েছেন ডিডিসিএ কর্তা চেতন চৌহান ৷

  First published: