পারথে টিম ইন্ডিয়ার লক্ষ্য তৃতীয় জয়, লড়াই দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা, জানুন ম্যাচ প্রেডিকশন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ। লাগাতার তৃতীয় জয় পেতে বদ্ধপরিকর রোহিত শর্মা, বিরাট কোহলিরা। অপরদিকে চ্যালেঞ্জ দিতে তৈরি রাবাডারা।
#পারথ: রবিবার ফের টি-২০ বিশ্বকাপের সুপার সানডে। পারথে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। পার্থের পেস ও বাউন্সি উইকেটে দক্ষিণ আফ্রিকা কঠিন চ্যালেঞ্জ হলেও টানা তৃতীয় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। অপরদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে বৃষ্টির কারণে পয়েন্ট নষ্ট হলেও, বাংলাদেশকে একতরফাভাবে হারিয়ে জয়ে ফিরেছে টেম্বা বাভুমার দল। রবিবার হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ- পারথে প্রোটিয়াদের বিরুদ্ধে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। পার্থের উইকেটে বরাবরই পেসারদের জন্য সাহায্য থাকে। সেখানে কাগিসো রাবাডা, আনরিখ নখিয়া, ওয়েন পার্নেলদের সামলানোটা সোজা হবে না রোহিত শর্মা, কেএল রাহুলদের। কেএল রাহুলের ফর্ম এমনিতেই চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তবে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের রানে ফেরা ও বিরাট কোহলির দুরন্ত ফর্ম ভরসা দিচ্ছে দলকে।
advertisement
ভারতীয় পেসাররাও প্রস্তুত রয়েছে পারথের উইকেটে আগুন ঝরানোর জন্য। এশিয়া কাপের ধাক্কা সামলে দুরন্ত ছন্দে রয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংরা। মহম্মদ শামিও পারথে বাড়তে সুবিধা পাবে। চতুর্থ পেসার হসেব রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা কঠিন চ্যালেঞ্জ হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
জয় ছাড়া গতি নেই দক্ষিণ আফ্রিকার- জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতা ম্যাচে বৃষ্টির জন্য এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রেটিয়াদের। তবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে দক্ষিণ আফ্রিকা বুঝিয়ে দিয়েছে কতটা শক্তিশালী তারা। বাংলাদেশের বিরুদ্ধে এবারে টি-২০ বিশ্বকাপের প্রথম শতরান করেছেন রিলে রসো। খানিকটা ধারাবাহিকতার অভাব থাকলেও ছন্দে রয়েছেন ডিকক, মিলার, মার্করান, বাভুমারাও। অপরদিকে, বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত রাবাডা, নখিয়া, পার্নেলরা। স্পিন অ্যাটাকে দলকে ভরসা দিচ্ছেম তবরেইজ সামসী ও কেশব মহারাজ। ভারতের বিরুদ্ধে জয় পেতে মরিয়া প্রোটিয়ারা।
advertisement
ম্যাচ প্রেডিকশন- টি-২০ ক্রিকেটে বরাবর ভারতের শক্ত গাঁট দক্ষিণ আফ্রিকা। ভরতে এসেও টি-২০ সিরিজে ২০২২ সারে আগে পর্যন্ত অপরাজিত ছিল প্রোটিয়ারা। বিশ্বকাপের আগে সেই রেকর্ড ভাঙে ভারত। তবে অস্ট্রেলিয়ার পারথে নামার আগে দুই দলের শক্তির বিচার করলে কিছুটা ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে টসগ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বলে মানছেন সকলে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 3:47 PM IST