আগুন ঝরাতে প্রস্তুত শাহিন আফ্রিদি, পাল্টা দিতে তৈরি ভারতীয় ব্যাটাররা

Last Updated:

টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে ভারত-পাকিস্তান মহারণ। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া দুই দল। শাহিন আফ্রিদি বনাম ভারতীয় ব্যাটারদের লড়াই েদখতে প্রস্তুত গোটা ক্রিকেট বিশ্বে।

#মেলবোর্ন: আর কয়েক মুহুর্তের অপক্ষা। তারপরই মেলবোর্নে শুরু হতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান 'মহাযুদ্ধ'। আর এবারের দুই প্রতিবেশী চির প্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথে মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু শাহিন শাহ আফ্রিদি বনাম ভারতীয় ব্যাটিং লাইন। প্রাক্তন ক্রিকেটাররাও মানছেন মেলবোর্নের লড়াই হতে চলেছে পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং।
২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদির আগুনে স্পেল এখনও স্মরণে রয়েছে সকলের। ভারতীয় টপ অর্ডারকে একাই ধ্বংস করেছিলেন তিনি। রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়ের নায়ক হয়েছিলেন শাহিন আফ্রিদি। মাঝে চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারেননি তিনি। তবে চোট সারিয়ে ফের একবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে আগুন ঝরাতে প্রস্তুত পাক পেসার।
advertisement
চোট থেকে ফেরার পর বিশ্বকাপের অনুশীলন ম্যাচে শাহিন আফ্রিদি বুঝিয়ে দিয়েছেন আরও ভয়ঙ্কর হয়ে ফিরেছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে তার ভয়ঙ্কর ইয়র্কার একটু হলেও চিন্তা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের। নেটেও রীতিমত আগুন ঝরাচ্ছেন বাঁ হাতি তারকা পেসার। বিশেষ করে শাহিনের ভিতরে আসা ইন সুইং সমস্যায় ফেলতে পারে বিশ্বের যে কোন তাবড় ব্যাটারকে।
advertisement
advertisement
তবে শুধু শাহিন আফ্রিদিই প্রস্তুত হয়েছেন তেমনটা নয়। পাক পোরকে পাল্টা দিতে এবার ১০০ শতাংশ প্রস্তুত রয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা। আফ্রিদির জন্য আলাদা রণনীতি তৈরি করেছে ভারতীয় দল। নেটেও শাহিন আফ্রিদির মোকাবিলা করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাক পেসারকে সমীহ করলেও বাজে বলে পাল্টা মারের রণনীতিই নেবে ভারতীয় ব্যাটাররা। ব্যাটে-বলে অন্যতম সেরা লড়াই দেখার জন্য প্রস্তুত ক্রিকেট বিশ্ব।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আগুন ঝরাতে প্রস্তুত শাহিন আফ্রিদি, পাল্টা দিতে তৈরি ভারতীয় ব্যাটাররা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement