T20 World Cup: Ind vs Pak ম্যাচের টিকিটের দাম শুনলে মাথা ঘুরবে! আর বিজ্ঞাপনের রেটও আকাশ ছোঁওয়া

Last Updated:

ICC T20 World Cup: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷

T20 World Cup 2021: India vs Pakistan match ticket in high demand- Photo- AP
T20 World Cup 2021: India vs Pakistan match ticket in high demand- Photo- AP
#দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷  কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা  টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷
দৈনিক ভাস্করে প্রকাশিত খবর অনুযায়ি আমেরিকা ও কানাডা থেকেও ফ্যানরা আসছেন৷ তাঁরা বিশ্বকাপের প্যাকেজ কিনে আসছেন৷ দুবাইয়ের ট্রাভেল এজেন্সিগুলি এক স্টারওয়ালা ৫০০ প্যাকেজ শুরু করেছেন৷ এগুলি সব বুকিং করেছেন৷ একটি প্যাকেজ ৪০,৭০০ টাকার হয়েছে৷ বিভিন্ন রেস্তোঁরা ও বার ভারত -পাকিস্তান ম্যাচে বিভিন্ন অফার দিচ্ছে৷ একটি গ্রুপের চেয়ার ম্যান লাকি ড্র তে ১০০ শ্রমিকের জন্য টিকিট দিচ্ছেন৷
advertisement
advertisement
এখন আর টিকিটও (Ind vs Pakistan Match Ticket) পাওয়া যাচ্ছে না৷
প্রথম আধঘণ্টায় ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়৷ বিভিন্ন ওয়েবসাইট এবার নির্ধারিত মূল্যের থেকে ৪-৫ গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে৷ সবচেয়ে দামি টিকিটের মূল্য (Ticket Price) ২ লক্ষ টাকা৷ যা সাধারণ দামের টিকিটের থেকে ৩৩৩ গুণ বেশি৷ আলাদা স্ট্যান্ডের আলাদা আলাদা টাকার টিকিট৷ সবচেয়ে কম টাকার টিকিট ১২,৫০০ টাকা৷ এছাড়া ৩১, ২০০ টাকার প্রিমিয়াম টিকিট এবং ৫৪,১০০ টাকার প্ল্যাটিনাম স্ট্যান্ডের টিকিট রয়েছে৷
advertisement
বিজ্ঞাপনের রেটও থাকবে অনেক বেশি
মিডিয়া রিপোর্ট অনুযায়ি টিভিতে বিজ্ঞাপনের রেটও চড়চড় করে বাড়ছে৷ ১০ সেকেন্ডের স্লট ২৫ থেকে ৩০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে৷ এত দামে কোনওদিন বিজ্ঞাপন বিক্রি হয়নি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: Ind vs Pak ম্যাচের টিকিটের দাম শুনলে মাথা ঘুরবে! আর বিজ্ঞাপনের রেটও আকাশ ছোঁওয়া
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement