T20 World Cup: Ind vs Pak ম্যাচের টিকিটের দাম শুনলে মাথা ঘুরবে! আর বিজ্ঞাপনের রেটও আকাশ ছোঁওয়া

Last Updated:

ICC T20 World Cup: ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷

T20 World Cup 2021: India vs Pakistan match ticket in high demand- Photo- AP
T20 World Cup 2021: India vs Pakistan match ticket in high demand- Photo- AP
#দুবাই: টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷  কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা  টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷
দৈনিক ভাস্করে প্রকাশিত খবর অনুযায়ি আমেরিকা ও কানাডা থেকেও ফ্যানরা আসছেন৷ তাঁরা বিশ্বকাপের প্যাকেজ কিনে আসছেন৷ দুবাইয়ের ট্রাভেল এজেন্সিগুলি এক স্টারওয়ালা ৫০০ প্যাকেজ শুরু করেছেন৷ এগুলি সব বুকিং করেছেন৷ একটি প্যাকেজ ৪০,৭০০ টাকার হয়েছে৷ বিভিন্ন রেস্তোঁরা ও বার ভারত -পাকিস্তান ম্যাচে বিভিন্ন অফার দিচ্ছে৷ একটি গ্রুপের চেয়ার ম্যান লাকি ড্র তে ১০০ শ্রমিকের জন্য টিকিট দিচ্ছেন৷
advertisement
advertisement
এখন আর টিকিটও (Ind vs Pakistan Match Ticket) পাওয়া যাচ্ছে না৷
প্রথম আধঘণ্টায় ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়৷ বিভিন্ন ওয়েবসাইট এবার নির্ধারিত মূল্যের থেকে ৪-৫ গুণ দামে টিকিট বিক্রি হচ্ছে৷ সবচেয়ে দামি টিকিটের মূল্য (Ticket Price) ২ লক্ষ টাকা৷ যা সাধারণ দামের টিকিটের থেকে ৩৩৩ গুণ বেশি৷ আলাদা স্ট্যান্ডের আলাদা আলাদা টাকার টিকিট৷ সবচেয়ে কম টাকার টিকিট ১২,৫০০ টাকা৷ এছাড়া ৩১, ২০০ টাকার প্রিমিয়াম টিকিট এবং ৫৪,১০০ টাকার প্ল্যাটিনাম স্ট্যান্ডের টিকিট রয়েছে৷
advertisement
বিজ্ঞাপনের রেটও থাকবে অনেক বেশি
মিডিয়া রিপোর্ট অনুযায়ি টিভিতে বিজ্ঞাপনের রেটও চড়চড় করে বাড়ছে৷ ১০ সেকেন্ডের স্লট ২৫ থেকে ৩০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে৷ এত দামে কোনওদিন বিজ্ঞাপন বিক্রি হয়নি৷
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup: Ind vs Pak ম্যাচের টিকিটের দাম শুনলে মাথা ঘুরবে! আর বিজ্ঞাপনের রেটও আকাশ ছোঁওয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement