বিশ্বকাপের আগে মোবাইলেই জমিয়ে দিন টি২০-র আসর

Last Updated:

টি২০ বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই ৷ কিন্তু তার আগেই বিশ্বকাপের আঁচ পেতে এখন বাজারে হাজির হরেকরকম PC এবং মোবাইল গেমস ৷ এখন স্মার্টফোনের যুগ ৷ তাই PC গেমসগুলির থেকেও অ্যাপ গেমের চাহিদা বেশি ৷ সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক ৷

#কলকাতা:  টি২০ বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই ৷ কিন্তু তার আগেই বিশ্বকাপের আঁচ পেতে এখন বাজারে হাজির হরেকরকম PC এবং মোবাইল গেমস ৷ এখন স্মার্টফোনের যুগ ৷ তাই PC গেমসগুলির থেকেও অ্যাপ গেমের চাহিদা বেশি ৷ সেগুলো কী কী একবার দেখে নেওয়া যাক ৷
রিয়াল ক্রিকেট ১৬: অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস-এও পাওয়া যাচ্ছে এই গেম অ্যাপটি ৷ মজার বিষয় হল, আপনার কাছে আগেই যদি ‘রিয়াল ক্রিকেট ১৪’ থাকে ৷ তাহলে নতুন এই গেম আপডেট করলেই আপনার আগের সব রেকর্ডও নতুন গেমে অটোমেটিক আপডেট হয়ে যাবে ৷
gali cricket game
advertisement
advertisement
টি২০ ক্রিকেট ২০১৬: টি২০ ক্রিকেটের আসল মজাটা নিতে এই গেমটি কিন্তু আপনাকে ডাউনলোড করতেই হবে ৷ আইপিএল-এর সবক’টি টিমই থাকছে এই অ্যাপে ৷ নিজের পছন্দমতো টিম বাছাই করে নিয়ে সোজা মাঠে নেমে পড়ুন আর ব্যাটে-বলে খেলা জমিয়ে দিন ৷
গলি ক্রিকেট গেম ২০১৬: গেমটার নাম যা বাস্তবেও তাই ৷ একেবারে পাড়ার ক্রিকেটের মজা পাবেন এই গেম খেললে ৷ ‘আর্কেড মোড’, ‘টু্র্নামেন্ট মোড’ এবং ‘গলি কা রাজা’ এই তিনটে মোডে খেলতে পারবেন গেমটি ৷ পাড়া ক্রিকেটের ধাঁচে পাশের বাড়ির জানলা বা টব ভাঙারও সুযোগ থাকছে এই অ্যাপে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের আগে মোবাইলেই জমিয়ে দিন টি২০-র আসর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement