সূয়শ শর্মা কোয়লা-র শাহরুখ! কেকেআর তারকার 'ম্যায় হু না' সেলিব্রেশন ভাইরাল

Last Updated:

Suyash Sharma: কোয়েলার শাহরুখ খান! কেকেআর-এর নতুন তারকা সূয়শ শর্মার লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা: ১৪০০ দিন পর ইডেনে ম্যাচ দেখতে এসেছিলেন শাহরুখ খান। কেকেআর বস তিনি। যদিও কেকেআর-এর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা তাঁকে বস বলেন না। বলেন লিডার। দলের হারে তিনি সবার পাশে থাকেন। আবার দল জিতলে তিনিও দ্বাদশ প্লেয়ার হিসেবে আনন্দে মেতে ওঠেন।
কেকেআর কর্ণধারকে ইডেনে জয় উপহার দিয়েছিল তাঁর দলের ক্রিকেটাররা। তাও আবার আরসিবির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। যে দলে বিরাট কোহলি, ডুপ্লেসির মতো তারকারা রয়েছেন। আবার সেই দিনই কেকেআরের নতুন তারকার জন্ম হয়েছিল। সূয়শ শর্মা।
আরও পড়ুন- কোহলি-ধওয়ানদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, আইপিএলে প্রথম বিদেশী হিসেবে গড়লেন নজির
এই সূয়শ শর্মাকে অনেকেই চিনতেন না। দিল্লির হয়ে অনূর্ধ্ব ২৫ দলে খেলেছেন। তবে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি কখনও এর আগে। কেকেআর তাঁকে দলে নিয়েছিল মাত্র ২০ লাখ টাকায়। সেই সূয়শ যে এমন পারফর্ম করে দেবেন কে জানত!
advertisement
advertisement
আরসিবির বিরুদ্ধে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন সূয়শ। এদিন গুজরাতের বিরুদ্ধেও তিনি একটি উইকেট পেলেন। অনেকে ভেবেছিলেন, কেকেআর ম্যানেজমেন্ট তাঁকে এদিন গুজরাতের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ দেবে না। তবে সূয়শ খেললেন। তাঁর স্পিন খেলা যে সহজ নয়, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন।
advertisement
সূয়শের ম্যায় হু না সেলিব্রেশন এখন হিট। আরসিবির বিরুদ্ধে উইকেট পাওয়ার পর তিনি একবার সেই সেলিব্রেশন করেছিলেন। হাবভাবে বুঝিয়ে দিয়েছিলেন, কেকেআরে যখন আমি আছি, তখন এত চিন্তার কিছু নেই। অর্থাৎ ম্যায় হু না।
advertisement
এদিকে টুইটারে অনেকে আবার তাঁর সঙ্গে কোয়লা সিনেমার শাহরুখ খানের লুক-এর মিল খুঁজে পেয়েছেন। তাঁর শাহরুখের মতো বড় চুল। মুখের গড়নও অনেকটা একইরকম। তিনিই যে এখন কেকেআরে কোয়লা-র শাহরুখ খান!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সূয়শ শর্মা কোয়লা-র শাহরুখ! কেকেআর তারকার 'ম্যায় হু না' সেলিব্রেশন ভাইরাল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement