IND vs PAK:ম্যাচের আগেই শুরু লড়াই! পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার, এশিয়া কাপে বাড়ল উত্তাপ!

Last Updated:

India vs Pakistan Asia Cup 2025: মঙ্গলবার এশিয়া কাপের প্রাক-টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা হল্যান্ড শেক না করায় আলোচনার ঝড় উঠেছে।

News18
News18
দুবাই: এশিয়া কাপ ২০২৫ শুরু হওয়ার আগেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও মাঠের উত্তাপ যেন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। NDTV Sports-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এশিয়া কাপের প্রাক-টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা হল্যান্ড শেক না করায় আলোচনার ঝড় উঠেছে। দুই দেশের অধিনায়ক এক মঞ্চে উপস্থিত থাকলেও একে অপরের সাথে সৌজন্য বিনিময় না করেননি। এই ঘটনার তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠছে।
সাংবাদিক সম্মেলনে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ছিলেন সূর্যকুমার ও সালমানের মাঝে বসা। সূর্যকুমার অন্যান্য অধিনায়কদের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করলেও সালমানের সঙ্গে কোনওরকম সৌজন্য বিনিময় না করেই মঞ্চ ত্যাগ করেন। একইভাবে সালমান আগার দ্রুত মঞ্চ থেকে নেমে যান। দুই দলের এই শীতল সম্পর্ক আসন্ন হাইভোল্টেজ ম্যাচের আগে এক নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে বুধবার, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। তবে সকলের নজর এখন রবিবারের সেই উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। যেখানে মাঠে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মানসিক লড়াইও দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
আগ্রাসন নিয়ে দুই অধিনায়কই নিজেদের মতামত স্পষ্ট করেছেন। সূর্যকুমার বলেন, “আগ্রাসন ছাড়া এই খেলা খেলা যায় না,” অন্যদিকে সালমান বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব স্টাইল আছে, কেউ আগ্রাসী হলে সেটি স্বাভাবিক।” দুই অধিনায়কের এমন মন্তব্য ম্যাচের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে।
advertisement
সূর্যকুমার যাদব বলেন, “মেজাজ? স্যার, মাঠে নামার পর আগ্রাসন থাকবেই। আর আগ্রাসন ছাড়া এই খেলাটা খেলা যায় না। আমি দারুণ উত্তেজিত সামনে থেকে নেতৃত্ব দিতে।” পাকিস্তান অধিনায়ক সালমান আগাও একই ধরনের মত প্রকাশ করে বলেন,“আসলে খেলোয়াড়দের কিছু বলার প্রয়োজন নেই। প্রত্যেকে আলাদা ধরনের মানুষ। কেউ যদি মাঠে আগ্রাসী হতে চায়, তারা সেটা করতেই পারে। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে আগ্রাসন তো সবসময়ই থাকে।”
advertisement
সবমিলিয়ে, মাঠের বাইরের আচরণ, মন্তব্য এবং উত্তেজনা দেখে অনুমান করা যাচ্ছে, রবিবারের ম্যাচ শুধুমাত্র একটি খেলা নয়, বরং দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সম্মান ও আত্মমর্যাদার লড়াই হয়ে উঠেছে। এখন দেখার ২২ গজের লড়াইয়ে শেষ হাসি কে হাসে।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK:ম্যাচের আগেই শুরু লড়াই! পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার, এশিয়া কাপে বাড়ল উত্তাপ!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement