Surya Kumar Yadav: এশিয়া কাপের দলে সূর্য কুমার কেন? যুক্তি খুঁজে পাচ্ছেন না তারকা ক্রিকেটার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
২০২৩ সালে ১০টি ওডিআই ম্যাচে সূর্যকুমারের রান সংগ্রহ মোটে ১৪! এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি।
মুম্বই: সূর্য কুমার যাদব ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর থেকে একের পর এক রেকর্ড তৈরি করেছেন। এমন খেলা দেখিয়েছেন সকলে অবাক হয়ে গিয়েছে। কিন্তু সূর্য কুমারের রান টি-টোয়েন্টিতে যতটা ভাল, একদিনের ক্রিকেটে ততটাই খারাপ। তা নিয়ে সন্দেহ নেই। কোনও অজানা কারণে একদিনের ক্রিকেটে নিজেকে মানিয়ে নিতে পারে না ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি।
চার নম্বর পজিশনে তাঁকে খেলিয়ে সুবিধে করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। টানা ব্য়র্থ হলেও সূর্যের পাশে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যারিবিয়ান সফরের ব্যর্থতা সত্ত্বেও এশিয়া কাপে সুযোগ পেতে অসুবিধে হয়নি তাঁর। তবে সূর্যকুমারকে এই সুযোগ কাজে লাগাতে হবে। এটাই সময় ঘরের মাঠে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করার।
advertisement
3 Non Deserving MI lobby players got selected ahead of Asia Cup is disgusting..
– Surya Kumar Yadav
– Tilak Varma
– Ishan Kishan
Also Why they selected 6 pace and 3 Spin options when Asia Cup is in SL 🤦♂️
Is Team selection that complicated for educated selectors ❓#AsiaCup2023 pic.twitter.com/jOaB5i9MG6— Sir Anthoni (@imAnthoni_) August 21, 2023
advertisement
advertisement
২০২৩ সালে ১০টি ওডিআই ম্যাচে সূর্যকুমারের রান সংগ্রহ মোটে ১৪! এমন পারফরম্যান্সের পরও এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে রয়েছেন তিনি। ভারতের এশিয়া কাপ টিম নিয়ে স্টার স্পোর্টসের আলোচনায় টম মুডি বলেন, এই দলের মধ্যে সবচেয়ে লাকি ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। আমি জানি ও এমন একজন ক্রিকেটার যার ব্যাটিং দেখতে সবাই ভালোবাসে।
advertisement
তবে ৫০ ওভারের ফরম্যাটে ওর নিজেকে প্রমাণ করা এখনও বাকি। ২০টির বেশি ম্যাচ খেলে ফেলেছে অথচ রান সংখ্যা খুবই সামান্য। ৫০ ওভারের ফরম্যাট টি ২০ থেকে একেবারেই আলাদা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2023 11:45 AM IST