Suresh Raina Comment On Preety Zinta: প্রীতি জিন্টাকে নিয়ে মন্তব্য করে ফাঁসলেন রায়না! শো ছাড়ার হুমকি প্রাক্তন তারকার

Last Updated:

Suresh raina Comment On Preity Zinta; হঠাত্ করেই প্রীতি জিন্টাকে নিয়ে মন্তব্য করে বসেন রায়না। তার পরই...।

নয়াদিল্লি: আইপিএল ২০২২ নিয়ে উন্মাদনা এখ তুঙ্গে৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগে বর্তমানে ১০টি দল ট্রফি জয়ের জন্য একে অপরের সঙ্গে লড়ছে। আইপিএলে প্রতিদিন এমন কিছু ঘটে যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে মাঝে মাঝে কিছু বিতর্কিত বিষয়ও দেখা যায় এই লিগে। এবারই প্রথম আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাচ্ছে ভারতীয় দলের তারকা ব্যাটার সুরেশ রায়না।
সিএসকে তাঁকে রিটেইন করেনি. নিলামে আর কোনও দল তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তাই এবার কার্যত বাধ্য হয়েই ধারাভাষ্য দিচ্ছেন রায়না। আর ধারাভাষ্যকার হিসেবে রায়না লাইভ শোতে এমন কিছু বলে ফেললেন, যা নিয়ে তর্জা শুরু।
আরও পড়ুন- বহুদিন চুপ করে ছিলেন, KKR নিয়ে চলতি আইপিএলে প্রথম মুখ খুললেন শাহরুখ খান
প্রথমবার খেলার মাঠ ছেড়ে ধারাভাষ্যকারদের বক্সে পৌঁছে সুরেশ রায়না প্রীতি জিন্টাকে নিয়ে রসিকতা করেছিলেন। যা শুনে সহকারী ধারাভাষ্যকার ইরফান পাঠান প্রতিক্রিয়া দিয়ে বসেব। আসলে শুক্রবার পাঞ্জাব কিংস এবং কেকেআরের মধ্যে ম্যাচ চলাকালীন ইরফান এবং রায়না ম্যাচ নিয়ে একে অপরের সাথে কথা বলছিলেন। তখনই ইরফান বলছিলেন, আইপিএলে তাঁর প্রিয় দল পাঞ্জাব কিংস।
advertisement
advertisement
এমন কথা শুনে রায়না পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টার প্রসঙ্গ তোলেন। এমন কথা শুনে ইরফান পাঠান রেগে যান এবং মাঝপথে লাইভ শো ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
এর পর এমন এক ঘটনা ঘটল, যা দেখে কমেন্টেটর বক্সের সবাই হাসতে শুরু করল। আসলে ইরফান লাইভ শো ছেড়ে চলে যেতে শুরু করেন এবং রায়না তাঁকে ফিরিয়ে আনতে ডাকাডাকি শুরু করেন। শেষমেশ শো-তে ফিরতে রাজি হন পাঠান।
advertisement
এর পর হঠাত্ করেই ইরফান পাঠান হাসতে শুরু করেন। ইরফান কিন্তু রায়নার কথায় রাগ করেননি। তবে তিনি রায়নাকে এপ্রিল ফুল বানিয়েছিলেন। এই ঘটনা দেখে সবাই হেসে ওঠে। এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
সুরেশ রায়না খুব ভালো ব্যাটসম্যান। চেন্নাই সুপার কিংসের হয়ে অনেক ম্যাচ জিতেছেন নিজের মতো করে। তিন নম্বরে ব্যাট করে সিএসকে-র হয়ে অনেক রান করেছেন তিনি। মিডল অর্ডারে সুরেশ রায়না ছিলেন শক্ত ভিত। 2008 সাল থেকে চেন্নাই সুপার কিং-এর সঙ্গে যুক্ত ছিলেন সুরেশ রায়না। সিএসকে-র হয়ে অনেক ম্যাচ জিতেছেন নিজের মতো করে। তিনি বরাবরই বড় ইনিংস খেলার জন্য পরিচিত। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার নিরিখে চার নম্বরে রয়েছেন তিনি। 205 ম্যাচে তিনি 5528 রান করেছেন। আর তাদের চেয়ে এগিয়ে আছেন শুধু বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Suresh Raina Comment On Preety Zinta: প্রীতি জিন্টাকে নিয়ে মন্তব্য করে ফাঁসলেন রায়না! শো ছাড়ার হুমকি প্রাক্তন তারকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement