Sourav Ganguly BCCI President: আদৌ কি আর বিসিসিআই প্রেসিডেন্ট থাকবেন সৌরভ, সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্তের সম্ভবনা

Last Updated:

প্রেসিডেন্ট ও সচিব নিজেদের পদে ৬ বছর কাজ করে ফেলেছেন৷ 

 Supreme Court To Hear BCCI's Plea On Abolition Of Cooling-off period of Sourav Ganguly and Jay Shah
Supreme Court To Hear BCCI's Plea On Abolition Of Cooling-off period of Sourav Ganguly and Jay Shah
#মুম্বই: বিসিসিআইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-সহ অন্যান্য মেয়াদ পেরনো কর্তাদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। বোর্ডের আবেদন মেনে ‘কুলিং অফ’ পিরিয়ড তুলে দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করল শীর্ষ আদালত। বিসিসিআই যেভাবে দীর্ঘদিন একই ব্যক্তিকে পদে রাখতে চাইছে, তাতেও অখুশি শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে তেমনই ইঙ্গিত মিলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৭০ বছর বয়সীদের  রাখা নিয়ে যে আবেদন তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলায় রায়দান হওয়ার সম্ভবনা আছে।
advertisement
advertisement
বোর্ডকে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কুলিং অফ রাখতেই হয়   সৌরভ, জয়দের বোর্ডের মেয়াদ তাহলে প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব হিসেবে জয় শাহের মেয়াদ শেষ হয়ে যাবে। সব রাজ্য সংস্থা গুলোর ক্ষেত্রেও সময় শেষ হওয়া কেউ আর থাকতে পারবেন না।
বিসিসিআই নিজেদের প্রস্তাবিত অ্যামেডমেন্টে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তাঁরা আধিকারিকদের কুলিং অফ পিরিয়ড না রাখার পক্ষে ছিল৷ যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে এবং জয় শাহও নিজের পদে কাজ চালিয়ে যেতে পারেন৷ যদিও প্রেসিডেন্ট ও সচিব নিজেদের পদে ৬ বছর কাজ করে ফেলেছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly BCCI President: আদৌ কি আর বিসিসিআই প্রেসিডেন্ট থাকবেন সৌরভ, সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্তের সম্ভবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement