Sourav Ganguly BCCI President: আদৌ কি আর বিসিসিআই প্রেসিডেন্ট থাকবেন সৌরভ, সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্তের সম্ভবনা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রেসিডেন্ট ও সচিব নিজেদের পদে ৬ বছর কাজ করে ফেলেছেন৷
#মুম্বই: বিসিসিআইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ-সহ অন্যান্য মেয়াদ পেরনো কর্তাদের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। বোর্ডের আবেদন মেনে ‘কুলিং অফ’ পিরিয়ড তুলে দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করল শীর্ষ আদালত। বিসিসিআই যেভাবে দীর্ঘদিন একই ব্যক্তিকে পদে রাখতে চাইছে, তাতেও অখুশি শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে তেমনই ইঙ্গিত মিলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ৭০ বছর বয়সীদের রাখা নিয়ে যে আবেদন তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলায় রায়দান হওয়ার সম্ভবনা আছে।
advertisement
advertisement
বোর্ডকে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কুলিং অফ রাখতেই হয় সৌরভ, জয়দের বোর্ডের মেয়াদ তাহলে প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব হিসেবে জয় শাহের মেয়াদ শেষ হয়ে যাবে। সব রাজ্য সংস্থা গুলোর ক্ষেত্রেও সময় শেষ হওয়া কেউ আর থাকতে পারবেন না।
বিসিসিআই নিজেদের প্রস্তাবিত অ্যামেডমেন্টে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তাঁরা আধিকারিকদের কুলিং অফ পিরিয়ড না রাখার পক্ষে ছিল৷ যাতে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে এবং জয় শাহও নিজের পদে কাজ চালিয়ে যেতে পারেন৷ যদিও প্রেসিডেন্ট ও সচিব নিজেদের পদে ৬ বছর কাজ করে ফেলেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2022 7:32 AM IST