রাজকোট টেস্টের জন্য শর্তসাপেক্ষে বোর্ডকে লেনদেনের ছাড়পত্র সুপ্রিম কোর্টের
Last Updated:
অবশেষে জট কাটল রাজকোট টেস্টের। শর্তসাপেক্ষে বোর্ডকে লেনদেনের ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট।
#রাজকোট: অবশেষে জট কাটল রাজকোট টেস্টের। শর্তসাপেক্ষে বোর্ডকে লেনদেনের ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আয়োজনের জন্য ৫৬ লাখ টাকা অনুদান পাবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বুধবার লোধার সামনে প্রথমবার হাজিরা অনুরাগের।
রাজকোটে প্রথম বল পড়ার ২৪ ঘণ্টা আগে আর্থিক জট কাটল কোহলি-কুকদের সিরিজে। বোর্ডের গলায় চেপে বসা আর্থিক ফাঁস শর্তসাপেক্ষে কিছুটা শিথিল করল সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে বোর্ডের সঙ্গে রাজ্য সংস্থাদের যেকোনও ধরণের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছে বোর্ড আর্জি জানায় ভারত-ইংল্যান্ড টেস্ট আয়োজনের মত অর্থ সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার কাছে নেই। তাই বোর্ডের অনুদান না পেলে আদতে অনিশ্চিত হয়ে পড়তে পারে টেস্ট ম্যাচ।
advertisement
ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে জনমানসে নিজেদের অসহায়তা প্রমাণ করে আম ক্রিকেটপ্রেমীর সেন্টিমেন্টে সুড়সুড়ি দিতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন অনুরাগরা। তবে বোর্ডের চাল বুঝতে পেরে পাল্টা দরবার করে লোধা কমিশন। তাদের আইনজীবী সওয়াল করেন, সংস্কারের সব সুপারিশ না মানা পর্যন্ত কোনও আর্থিক ছাড় দেওয়া উচিত নয় বোর্ডকে। অবশেষে দুপুরে দু’পক্ষের বক্তব্য শোনেন প্রধান বিচারপতি। শেষপর্যন্ত সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার জন্য শর্তসাপেক্ষে বোর্ডকে ৫৬ লাখ টাকা অনুদানে সম্মতি দেয় আদালত। তবে লেনদেনে নিষেধাজ্ঞা শিথিল করা হল শুধুমাত্র ৪৮ ঘণ্টার জন্য। অন্য যেসব কেন্দ্রে ইংল্যান্ড সিরিজের ম্যাচ হবে তাদের জন্য একই বন্দোবস্ত করা হয়েছে। এদিকে বোর্ড সূত্রে খবর, বুধবার লোধা কমিশনের সামনে প্রথমবার সশরীরে হাজির হতে পারেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2016 5:59 PM IST