শারজায় সচিন-ঝড় মনে আছে? কেন সেদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি

Last Updated:

কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।

১৯৯৮ সালের ১৩ নভেম্বর। কোকাকোলা চাম্পিয়ানশিপের শারদা ম্যাচে সচিন তেন্ডুলকরের রণং দেহি মূর্তি ক্রিকেটপ্রেমীরা আমৃত্যু ভুলতে পারবে না এ কথা হলফ করে বলা যায়। শান্ত, নম্র স্বভাবের মানুষটার এমন আগ্রাসী দেখেনি আগে দেখেননি সতীর্থই। কিন্তু কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।
সিরিজটা ছিল ত্রিদেশীয়। আগেই বাদ পড়ে যায় শ্রীলঙ্কা। পরে একটি নিয়মরক্ষার ম্যাচে সচিনকে মাত্র ১১ রানে ফেরান ওলঙ্গা। সচিন বরাবরই বিনম্র্। কিন্তু সেদিন তাঁকে আউট করার পরে ওলঙ্গার হাবভাব হজম হয়নি মাস্টার ব্লাস্টারের। পরের ম্যাচে সেই কারণেই শুরু হয় তাণ্ডব। সেই ম্যাচে ১৯৬ করেছিল জিম্বাবোয়ে। ব্যাট করতে নেমে সচিন-সৌরভ জুটি হেসেখেলে সেই রান তুলে দেন। সচিন করেন ১২৪। সৌরভের রানসংখ্যা দাঁড়ায় ৬৩। গোটা ইনিংসটায় ওলঙ্গার প্রতিটি বলেই চার বা ছয় মারার চেষ্টায় ছিলেন সচিন। হতাশ হয়ে হাল ছেড়ে দেন ওলঙ্গা। দেখুন সেই যুদ্ধের ভি়ডিও-
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শারজায় সচিন-ঝড় মনে আছে? কেন সেদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement