শারজায় সচিন-ঝড় মনে আছে? কেন সেদিন রূদ্রমূর্তি ধারণ করেছিলেন তিনি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।
১৯৯৮ সালের ১৩ নভেম্বর। কোকাকোলা চাম্পিয়ানশিপের শারদা ম্যাচে সচিন তেন্ডুলকরের রণং দেহি মূর্তি ক্রিকেটপ্রেমীরা আমৃত্যু ভুলতে পারবে না এ কথা হলফ করে বলা যায়। শান্ত, নম্র স্বভাবের মানুষটার এমন আগ্রাসী দেখেনি আগে দেখেননি সতীর্থই। কিন্তু কেন এত ক্ষেপেছিলেন সচিন? তা আজ বিস্মৃত হয়েছেন অনেক ক্রিকেটপ্রেমীই। চলুন হাঁটা যাক সেই স্মৃতির সারণীতে।
সিরিজটা ছিল ত্রিদেশীয়। আগেই বাদ পড়ে যায় শ্রীলঙ্কা। পরে একটি নিয়মরক্ষার ম্যাচে সচিনকে মাত্র ১১ রানে ফেরান ওলঙ্গা। সচিন বরাবরই বিনম্র্। কিন্তু সেদিন তাঁকে আউট করার পরে ওলঙ্গার হাবভাব হজম হয়নি মাস্টার ব্লাস্টারের। পরের ম্যাচে সেই কারণেই শুরু হয় তাণ্ডব। সেই ম্যাচে ১৯৬ করেছিল জিম্বাবোয়ে। ব্যাট করতে নেমে সচিন-সৌরভ জুটি হেসেখেলে সেই রান তুলে দেন। সচিন করেন ১২৪। সৌরভের রানসংখ্যা দাঁড়ায় ৬৩। গোটা ইনিংসটায় ওলঙ্গার প্রতিটি বলেই চার বা ছয় মারার চেষ্টায় ছিলেন সচিন। হতাশ হয়ে হাল ছেড়ে দেন ওলঙ্গা। দেখুন সেই যুদ্ধের ভি়ডিও-
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2020 8:20 PM IST

