IPL 2024 Final: ফাইনালে চাই মাত্র ১৮ রান, তাহলেই আইপিএলে বিরল নজির গড়বেন সুনীল নারিন

Last Updated:

IPL 2024 Final: চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সুনীল নারিন। ১৩টি ম্যাচ খেলে মোট ৪৮২ রান করেছেন সুনীল নারিন।

নজিরের সামনে নারিন।
নজিরের সামনে নারিন।
চেন্নাই: বিরল নজির গড়তে পারেন কেকেআর তারকা সুনীল নারিন। আর মাত্র ১৮ রান করলেই তিনি এক মরসুমে ৫০০ রান করতে পারবেন। এক মরসুমে ৫০০ রান এবং ১৫টি উইকেট নেওয়ার নজির আইপিএলে আর কোনও ক্রিকেটারের নেই।
চলতি মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন সুনীল নারিন। ১৩টি ম্যাচ খেলে মোট ৪৮২ রান করেছেন সুনীল নারিন। পাওয়ারপ্লেতে সল্টের সঙ্গে নেমে রীতিমতো আগুন ঝড়িয়েছেন নারিন, স্ট্রাইক রেট ছিল ১৭৯.৮৫ রান। শুধু তাই নয় বল হাতেও এই মরসুমে বেশ সফল নারিন, মোট ১৬টি উইকেট নিয়েছেন। একটা সময়ে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপের দুটোর লড়াইতেই ছিলেন নারিন। তবে এখন সেই তালিকায় না থাকলেও বিরল নজির গড়তে পারেন নারিন।
advertisement
advertisement
আইপিএলের এক মরসুমে ৪৫০-এর বেশি রান এবং ১৫টির বেশি উইকেট নেওয়ার তালিকাতেও যোগ হয়েছে সুনীল নারিনের নাম। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু জ্যাক কালিস এবং শেন ওয়াটসনের। শেন ওয়াটসন ২০০৮ সালে ৪৭২ রান করে ১৭টি উইকেট নিয়েছিলেন। কালিস ২০১২ সালে কলকাতার সাথে কলকাতার হয়ে ১৫টি উইকেট নেন এবং ৪০৯ রান করেন। কিন্তু এক মরসুমে ৫০০ রান এবং ১৫টি উইকেট নেওয়ার নজির আর কারও নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024 Final: ফাইনালে চাই মাত্র ১৮ রান, তাহলেই আইপিএলে বিরল নজির গড়বেন সুনীল নারিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement