Gavaskar votes Rahul : ঠান্ডা মাথার রাহুল ভবিষ্যতের অধিনায়ক, বলছেন গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar votes for KL Rahul as the future vice captain . রাহুলের অধিনায়কত্বের চাপ তার ব্যাটিং প্রদর্শনের ওপর কোনো প্রভাব ফেলেনি। এই কারণেই রাহুলের নাম নিয়ে ভাবা যেতে পারে বলে মনে করলেন গাভাসকার।

কে এল রাহুলকে দারুণ পছন্দ গাভাসকরের
কে এল রাহুলকে দারুণ পছন্দ গাভাসকরের
গাভাসকার কে এল রাহুলকে নিয়ে তার বক্তব্য রাখেন।
একটি টিভি অনুষ্ঠানে তিনি বললেন বিসিসাই এর এই সিদ্ধান্তে তিনি খুশি কারণ তারা অনেকটা এগিয়ে ভাবছে। তিনি মনে করেন সবসময় কিছু ধাপ এগিয়ে ভাবাটা খুব প্রয়োজন। সানি বললেন, যদি ভারতীয় ক্রিকেট নতুন ক্যাপ্টেন প্রস্তুত করার কথা ভাবে, তাহলে কে এল রাহুলকে নিয়ে ভাবা যেতে পারে। ওর প্রদর্শন ভালই ছিল। এমনকি এখন ইংল্যান্ডেও তার ব্যাটিং যথেষ্ট ভাল ছিল। আইপিএল এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আর আন্তর্জাতিক ক্রিকেটেও ভাল খেলছে, তাকে সহ অধিনায়ক বানানো যেতে পারে।
advertisement
advertisement
আইপিএলে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন রাহুলকে নিয়ে গাভাসকার আরো বললেন যে তিনি আইপিএলেও ভাল অধিনায়কের গুণাবলী দেখিয়েছেন। এছাড়াও রাহুলের অধিনায়কত্বের চাপ তার ব্যাটিং প্রদর্শনের ওপর কোনো প্রভাব ফেলেনি। এই কারণেই রাহুলের নাম নিয়ে ভাবা যেতে পারে বলে মনে করলেন গাভাসকার। রাহুলের বয়স কম। এখন অধিনায়ক করা হলে অনেকদিন নেতৃত্ব দিতে পারবেন।
advertisement
বৃহস্পতিবার ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন বিরাট, তার পদ ছাড়ার কথা জানিয়েছিলেন। তিনি টুইটারে লেখেন, আমার মনে হয় আমার নিজেকে আরও সময় দেওয়া উচিত, ভারতকে সম্পূর্ন ভাবে টেস্ট ক্রিকেট এবং ওয়ান ডে-তে নেতৃত্ব দেওয়ার জন্য। টি টোয়েন্টিতে তিনি ভারতকে শেষ বারের মতো নেতৃত্ব দিতে চলেছেন অক্টোবর থেকে শুরু হতে চলা কুড়ি ওভারের বিশ্বকাপে। এই বিশ্বকাপ জিতে একজন কিংবদন্তী হিসেবে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি।
advertisement
২০১৭ থেকে ২০২১ পর্যন্ত চার বছরে কোহলির নেতৃত্বে ভারত ৪৫ টি ম্যাচের মধ্যে ২৭টি জিতেছে, এবং তার গড় রান ইনিংস প্রতি ৫২.৬৫। তবে শোনা যাচ্ছে বিরাটের পর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের বয়স ৩৪। অনেকে মনে করছেন রোহিত অভিজ্ঞতায় সেরা পছন্দ হলেও, তিন, চার বছরের বেশি খেলবেন না।
advertisement
তাই রহিত না রাহুল, এটা নিয়ে একটা ভাবনা চলছে। সুনীল মনে করেন রোহিত দু বছর অধিনায়কত্ব করলে, রাহুলকে ডেপুটি করে দেওয়া হোক। অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে সামলাতেই রাহুল অধিনায়ক হিসেবে নিজেকে তৈরি করে নিতে পারবেন মনে করেন সানি।
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar votes Rahul : ঠান্ডা মাথার রাহুল ভবিষ্যতের অধিনায়ক, বলছেন গাভাসকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement