Gavaskar votes for Rohit : রোহিতকে এখনই অধিনায়ক দেখতে চান গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar says Rohit Sharma should be handed over T20 captaincy. সুনীল গাভাসকার মনে করেন ভবিষ্যতের কথা মাথায় রাখতে হলে এখনই রোহিত শর্মাকে টি টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হোক। ঘনঘন অধিনায়ক বদল করতে যাতে না হয়, সেটা মাথায় রেখেই নিজের মত প্রকাশ করেছেন সানি

রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির শীতল সম্পর্ক অজানা নয়
রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির শীতল সম্পর্ক অজানা নয়
অর্থাৎ ঘনঘন অধিনায়ক বদল করতে যাতে না হয়, সেটা মাথায় রেখেই নিজের মত প্রকাশ করেছেন সানি। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে অধিনায়ক হিসেবে সরিয়ে দেবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু গাভাসকার বলতে চেয়েছেন যখন বিরাট কোহলি ঠিকই করে ফেলেছেন, টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেবেন, তাহলে সেটা এই বিশ্বকাপ থেকেই করা হোক। তাতে ব্যাটসম্যান হিসেবে অনেক খোলা মনে খেলতে পারবেন, পাশাপাশি রোহিত যথেষ্ট সময় পাবেন গুছিয়ে নিতে।
advertisement
অতীতে এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত রোহিতের নেতৃত্বে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার। প্রচুর অভিজ্ঞতা। মাথা ঠান্ডা। তাই বিরাটের জায়গায় টি টোয়েন্টি ব্যাটন এখনই তুলে দেওয়া হোক রোহিতকে। মাথায় রাখতে হবে দু'বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা। রোহিত যদি টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেশকে সাফল্য এনে দেন, তাহলে ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বিরাটকেই দেখা যাবে এমন নিশ্চয়তা নেই।
advertisement
advertisement
দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলে আসছে বহুদিন ধরে। শোনা যায় ডেপুটি হিসেবে রোহিত শর্মাকে বাদ দিতে চেয়েছিলেন বিরাট কোহলি। পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপে রবি অশ্বিনের বদলে চাহালকে চেয়েছিলেন তিনি। নির্বাচকরা রাজি হননি। মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর করে পাঠানো হবে টি টোয়েন্টি বিশ্বকাপে। এই ব্যাপারটা কিছুটা হলেও রবি শাস্ত্রী এবং বিরাট কোহলিকে বোর্ডের চাপে রাখার কৌশল সেটা অজানা নয়।
advertisement
সুনীল গাভাসকার আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মাহির সঙ্গে বিরাট বা রবি শাস্ত্রির সম্পর্ক যতই ভাল হোক, ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি ইগোর লড়াই না সৃষ্টি করে। অতীতে অনিল কুম্বলেকে কোচ হিসেবে সরে যেতে হয়েছিল বিরাট কোহলির পছন্দ না হওয়ার জন্য। তবে রবি শাস্ত্রী খারাপ না করলেও, আইসিসি টুর্নামেন্ট জিততে পারেননি।
তাই বিরাট কোহলির সব কথা এখন মানতে রাজি নন নির্বাচকরা। রবি অশ্বিন নাকি বিরাট কোহলির নামে নির্বাচকদের নালিশ জানিয়েছিলেন এমন কথাও কানে আসছে। সব মিলিয়ে বিরাট কোহলির আচরণে বিসিসিআই অন্দরমহলে কথা শুরু হয়ে গিয়েছে। মৌখিকভাবে কেউ স্বীকার না করলেও, বিরাটের আচরণ যে বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুশি করেছে এমনটা বলা যাবে না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar votes for Rohit : রোহিতকে এখনই অধিনায়ক দেখতে চান গাভাসকার
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement