প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারদের পেট চলে ভারতের সমালোচনা করে ! রেগে লাল সুনীল গাভাসকার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Sunil Gavaskar says nobody cares former Pakistan cricketers criticism of Indian team. পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটারদের চার আনার বিশ্লেষণ বলছেন সানি
মুম্বই: নিজের ক্রিকেট জীবনে পাকিস্তানের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছেন সুনীল গাভাসকার। জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান এবং ওয়াসিম আক্রমদের মতো ক্রিকেটারদের সঙ্গে তার দারুন সম্পর্ক। কিন্তু ইদানিং সবাই না হলেও বেশ কিছু প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইউটিউবে এসে যেভাবে ভারতীয় ক্রিকেটারদের থেকে পাকিস্তানি ক্রিকেটারদের উঁচু করে দেখানোর চেষ্টা করেন সেটা মেনে নিতে পারছেন না সানি।
বিরাট কোহলির চেয়ে বাবর আজম কোনো অংশেই কম নন’ অথবা যশপ্রীত বুমরার চেয়ে শাহিন শাহ আফ্রিদি অনেক বেশি ভাল বোলার’ কিংবা ভারতের ফাস্ট বোলারদের মতো বোলার পাকিস্তানে টেপ টেনিস ক্রিকেট খেলে’—এমন মন্তব্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের ইউটিউব চ্যানেলে প্রায়ই শোনা যায়।
advertisement
advertisement
ভারতের ক্রিকেটার নিয়ে পাকিস্তানের প্রাক্তনদের নিয়মিত করা এমন নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ সুনীল গাভাসকার। এসবের জন্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একপ্রকার ধুয়েই দিয়েছেন গাভাসকার। গাভাসকার পরিষ্কার জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটের পেট চলে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করে। ইউটিউবে তাদের বিশ্লেষণ মাথামুণ্ডহীন।
Sunil Gavaskar slams former Pakistani cricketers for criticizing Indian players.#Cricket #cricketnews #CricketTwitter #TeamIndia #IndianCricketTeam #BCCI #PCB #pakistanicricketer #javedmiandad @BCCI @TheRealPCB pic.twitter.com/RTZLPxCuUf
— CricInformer (@CricInformer) February 21, 2023
advertisement
যুক্তিহীন কথাবার্তা বলেন অধিকাংশ। এর জন্য ভারতের সংবাদ মাধ্যমকেও দায়ী করেছেন সানি। তার যুক্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা কি বলল সেগুলো ফলাও করে ভারতের মিডিয়ায় প্রচার করা হয় বলেই এদেশের লোক জানতে পারে। এর ফলে গুরুত্ব বেড়ে যায় সেই প্রাক্তন ক্রিকেটারের। তার ইউটিউব চ্যানেলে দর্শক সংখ্যা বাড়ে। মানুষের কমেন্টস বাড়ে।
এগুলোর আসলে কোনও গুরুত্ব নেই। সানি জানিয়েছেন ভারতীয় মিডিয়ার উচিত প্রাক্তন পাকিস্তানিদের বক্তব্যকে গুরুত্ব না দেওয়া। তারা শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন বিতর্কিত মন্তব্য করে। ক্রিকেটের প্রতিভা দু দেশেই প্রচুর আছে মানছেন গাভাসকার।
advertisement
কিন্তু কখনও কোনও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মুখ থেকে পাকিস্তান বর্তমান দলের ক্রিকেটারদের নিয়ে খারাপ কথা বা সমালোচনা শোনা যায় না মনে করিয়ে দিয়েছেন তিনি। এটাই ভারত এবং পাকিস্তানের পার্থক্য। তাই তার আশা সব সময় ভারতীয় ক্রিকেটারদের ছোট প্রতিপন্ন করার চেষ্টা পাকিস্তানি প্রাক্তনদের চ্যানেলকে নম্বর দেবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 1:48 PM IST