যৌনাঙ্গে বিশেষ ইঞ্জেকশন নেন রোনাল্ডো ! ফিট থাকতেই এই পথ পর্তুগিজ তারকার

Last Updated:

Al Nassr nutritionist special gadgets used by Cristiano Ronaldo for fitness levels. যৌনাঙ্গে বিশেষ ইঞ্জেকশন নেন রোনাল্ডো ! ফিট থাকতেই এই পথ পর্তুগিজ তারকার

ফিট থাকতে রোনাল্ডোর গোপন মেশিন
ফিট থাকতে রোনাল্ডোর গোপন মেশিন
রিয়াধ: বয়স পেরিয়ে গিয়েছে ৩৮। শরীরটা কিন্তু এখনও ২৫ বছরের ছেলের মতো। তিনি প্রচুর ফিট এই নিয়ে সন্দেহ নেই। তবে যৌনাঙ্গে এক বিশেষ ইনজেকশন নিয়ে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে এক স্প্যানিশ ম্যাগাজিন থেকে। ৩৮ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার সৌদি লীগে ইতিমধ্যেই তার প্রভাব ফেলেছেন।
শুধু তাই নয়, তার প্রভাবে দলের মধ্যে ফিটনেস বজায় রাখার হিড়িক লেগেছে। ইউরোপ থেকে আসা রোনাল্ডোর ফিটনেস গেজেট দেখে হতবাক আল নাসেরের সতীর্থরা। বিশ্বকাপ চলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিস্ময়কর ট্রান্সফার নজর কেড়ে নিয়েছিল বিশ্বের। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি চলে গেলেন সৌদি আরবে।
আরও পড়ুন - অস্ট্রেলিয়াকে দেখে লজ্জা লাগছে মাইকেল ক্লার্কের, ভারত ৪-০ জিতবে জানিয়ে দিলেন জোর গলায
এমনকি লীগ শুরু হওয়ার পরেও রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে উঠছিল নানান প্রশ্ন। সবাইকে চুপ করে দিলেন এক ম্যাচে চার গোল করে। শেষ তিন ম্যাচে তার পাঁচটি গোল এবং দুটি অ্যাসিস্ট। যে বয়সে প্লেয়াররা খেলা ছেড়ে দেন সেই বয়সে, গোটা মাঠ দৌড়ে বেড়াচ্ছেন রোনাল্ডো। ৩৮ বছর বয়সে এই দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য লুকিয়ে আছে তার ফিটনেসে।
advertisement
advertisement
চিরকালই রোনাল্ডো ফিটনেসের শিখরে থাকতে পছন্দ করেন। তার গতি, গোলার মত শট, অস্বাভাবিক হেডার - ইত্যাদি অসম্ভব যদি তার ফিটনেস তাকে সমর্থ করে তুলতো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শরীরচর্চা এবং অধ্যাবসায় দেখে হতবাক তার সৌদি লীগের সতীর্থরা। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে গোটা দল। তরুণ প্লেয়াররা যারা ভবিষ্যতে ইউরোপের খেলার স্বপ্ন দেখেন, তারা পাচ্ছেন দুর্দান্ত এক রোল মডেল।
advertisement
এই কথাই বললেন আল নাসেরের পুষ্টিবিদ হোসে ব্লেসা, যদি ক্লাবের বাকি প্লেয়ারদের ফিটনেসের উন্নতি দেখে অত্যন্ত খুশি, "যেদিন থেকে রোনাল্ডো এখানে এসেছেন, সমস্ত প্লেয়াররা কঠোর অনুশীলন করছেন এবং একটি কঠোর ডায়েট অনুসরণ করছেন।আমি এমন একটিও ক্লাব দেখিনি যেখানে যাদের শারীরিক গঠনে ৯০% উন্নতি: তাদের কম চর্বি, বেশি পেশী ক্ষমতা এবং তারা তাদের নখদর্পণে সমস্ত ব্যায়াম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
যৌনাঙ্গে বিশেষ ইঞ্জেকশন নেন রোনাল্ডো ! ফিট থাকতেই এই পথ পর্তুগিজ তারকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement