IND vs NZ: 'বোলিংয়ের জাদুকর'! বরুণ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাস্কর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দাপুটে জয়ের অন্যতম নায়ক ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দাপুটে জয়ের অন্যতম নায়ক ছিলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এই ম্যাচে ভারত ৪৮ রানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচ শেষে বরুণের প্রশংসায় মুখর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কর।
জিওহটস্টারের সঙ্গে আলোচনায় গাভাস্কর বরুণ চক্রবর্তীকে “বোলিংয়ের জাদুকর” বলে অভিহিত করেন। তিনি বলেন, বরুণ নানান ধরনের ডেলিভারি ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের সবসময় চাপে রাখে। যদিও ম্যাচের শুরুতে বরুণকে কিছুটা ছন্দের বাইরে মনে হচ্ছিল, তবু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে তিনি নিজের দক্ষতার পরিচয় দেন।
গাভাস্কর আরও উল্লেখ করেন, বরুণের বডি ল্যাঙ্গুয়েজ ছিল এই ম্যাচের সবচেয়ে ইতিবাচক দিক। সাধারণত রান খরচ হলে বরুণ কিছুটা হতাশ হয়ে পড়েন, কিন্তু এদিন তার বলে ছক্কা পড়লেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি। এই মানসিক দৃঢ়তাই একজন বড় মাপের বোলারের পরিচায়ক বলে মনে করেন গাভাস্কর।
advertisement
advertisement
২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে ১৯০ রানে আটকে দেয় ভারতীয় দল। বরুণ চক্রবর্তী চার ওভারে ৩৭ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তিনি টিম রবিনসন ও মার্ক চ্যাপম্যানকে আউট করে কিউই ইনিংসে বড় ধাক্কা দেন, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়।
আরও পড়ুনঃ Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের
advertisement
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বরুণ চক্রবর্তী। চলতি সিরিজে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বকাপের আগে নিজের ফর্ম ও আত্মবিশ্বাস আরও দৃঢ় করতে চাইবেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৩ জানুয়ারি রায়পুরে অনুষ্ঠিত হবে, যেখানে আবারও নজর থাকবে এই “বোলিং জাদুকরের” ওপর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 5:15 PM IST











