সুনীল ছেত্রীর পোস্টার পোড়ানো দেখে প্রতিবাদ বাঙালি স্ত্রীর! কেরল সমর্থকদের দিলেন বার্তা

Last Updated:
কেরল সমর্থকদের হাতে সুনীলের অপমান মানতে পারছেন না সোনম
কেরল সমর্থকদের হাতে সুনীলের অপমান মানতে পারছেন না সোনম
বেঙ্গালুরু: বাবা মোহনবাগান এবং ভারতবর্ষের কিংবদন্তি ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য। স্বামী সুনীল ছেত্রী। সোনম ভট্টাচার্য জানেন একজন ফুটবল সমর্থকের আবেগ কতটা হয়। আসলে ফুটবল পরিবারের মেয়ে বলে কথা। তাই ফুটবলের জয় পরাজয় নিয়ে তার আবেগ অজানা নয়। গত ৪ মার্চ মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়।
৯৭ মিনিটে বক্সের বাইরে সুনীলকে কেরলের এক ফুটবলার ফাউল করায় ফ্রিকিক দিয়েছিলেন রেফারি ক্রিস্টাল জন। সেই ফ্রিকিক দেওয়া নিয়ে বিতর্ক না তৈরি হলেও, বিতর্ক বড় হয়েছিল ফ্রিকিকের পর। কেরলের গোলরক্ষক, ফুটবলাররা প্রস্তুত হওয়ার আগেই শট মেরেছিলেন রেফারিও গোল দিয়ে দেন। কেরলের ফুটবলাররা অভিযোগ করেছিলেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে।
advertisement
কিন্তু তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি। মাঠ থেকে দল তুলে নেন কেরলের কোচ ইভান ভুকোমানভিচ। ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেও সিদ্ধান্ত বদল করেননি তিনি। শেষ পর্যন্ত বেঙ্গালুরুকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। কেরল ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সুনীল ছেত্রীর ছবি এবং কাটআউট পোড়ানো হচ্ছে কেরলের বিভিন্ন জায়গায়।
advertisement
advertisement
advertisement
ভারত অধিনায়কের পরিবার তুলেও সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিতে থাকেন কেরালার সমর্থকরা। এবার প্রতিবাদ করলেন সুনীলের বাঙালি স্ত্রী সোনম ভট্টাচার্য। সোনম লিখেছেন, ফুটবল, শত্রুতা, আবেগ, সমর্থনের মাঝে ভদ্র এবং দয়ালু থাকতে কবে আমরা ভুলে গেলাম?
আশা করি এত দিনে আপনারা সবাই সমাজমাধ্যমে ঘৃণা, খারাপ ভাবনাচিন্তা এবং হতাশাপ্রকাশের থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন এবং নিজের বাড়িতে প্রিয় লোকজনদের মাঝে আবার ফিরে গিয়েছেন। তবে যা হয়েছে এটা ঠিক হয়নি। পরে ভেবে দেখবেন। ভারতের ফুটবল সমর্থকরা সমর্থন জানিয়েছেন সোনমকে। সুনীল ছেত্রির মত কিংবদন্তি এবং ভারতের ফুটবল মহানায়ককে অপমান করে কেরলের সমর্থকরা সঠিক কাজ করেননি বলছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুনীল ছেত্রীর পোস্টার পোড়ানো দেখে প্রতিবাদ বাঙালি স্ত্রীর! কেরল সমর্থকদের দিলেন বার্তা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement