Sunil Chhetri: সুনীল ছেত্রীর মুখে হঠাৎ অবসরের কথা! মন খারাপ করা বার্তা দিলেন ভারত অধিনায়ক
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
সুনীল জানিয়ে দিয়েছেন ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং দেশের জার্সির জন্যই তিনি খেলে চলেছেন
বেঙ্গালুরু: শুক্রবার বিকেলে বেঙ্গালুরর হোটেলে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। শনিবার সাফ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের সামনে লেবানন। সেমিফাইনাল ম্যাচ। জিততে পারলে ভারত আবার ফাইনাল খেলবে। লেবাননকে মাত্র এক সপ্তাহ আগেই ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে ২-০ পরাজিত করেছিল ভারত। সুনীল এবং মহেশ গোল করেছিলেন। এবার কি ভারত হারাতে পারবে মধ্যপ্রাচ্যের এই দেশকে?
কার্ড সমস্যায় যে থাকবেন না দলের এক নম্বর ডিফেন্ডার সন্দেশ ঝিংহান। এটা ভারতের কাছে একটা সমস্যা বটেই। আবার লাল কার্ড দেখেছেন কোচ ইগর স্টিম্যাচ। তাই সেমিফাইনালে থাকতে পারবেন না। দায়িত্ব সামলাবেন মহেশ গাউলি। তবে হঠাৎ ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর মুখে অবসরের কথা। এক সাংবাদিক প্রশ্ন করেন অবসর কবে ভাবছেন।
Indian captain Sunil Chhetri talks about his retirement before the SAFF championship semi-final against Lebanon. #SAFFChampionship2023 #SunilChhetri pic.twitter.com/DC1HjsmtC7
— Sportz Point (@sportz_point) June 30, 2023
advertisement
advertisement
সুনীল মজা করে উত্তর দেন, আপনি কি চান আমি তাড়াতাড়ি অবসর ঘোষণা করে দিই? সুনীল ছেত্রী জানিয়েছেন অবসর কবে নেবেন সেটা নিয়ে নির্দিষ্ট কিছু ভাবনা নেই তার। তিনি সবসময় ছোট লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে ভালোবাসেন। বেশি দূর দেখতে পছন্দ করেন না। তবে সুনীল জানিয়ে দিয়েছেন ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং দেশের জার্সির জন্যই তিনি খেলে চলেছেন।
advertisement
টাকা, নাম, সম্পত্তি, গ্ল্যামার যা চেয়েছিলেন তার থেকে বেশি পেয়েছেন। তার জীবনে এর থেকে বেশি প্রয়োজন নেই। তিনি খুশি যা জীবনে পেয়েছেন তা নিয়ে। পরিষ্কার জানিয়ে দিলেন যেদিন সকালে উঠে ট্রেনিং করার মোটিভেশন পাব না, যেদিন বাকিদের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ব – যেদিন বুঝব পেট্রোল শেষের পথে সেদিন অবসর ঘোষণা করে দেব।
advertisement
কিন্তু যতদিন আনন্দ পাব এবং পারফরম করব চালিয়ে যাব লড়াই। সুনীল জানিয়েছেন একটা সময় আর ফুটবল নয়, হয়তো জীবনের অন্য জিনিসকে বেশি গুরুত্ব দিতে হবে তাকে। সেটাই করবেন। সারা জীবন ধরে তো ফুটবল খেলবেন না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 6:10 PM IST