Sunil Chhetri: সুনীল ছেত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি সমর্থকদের! তৈরি হচ্ছে ফিফার তথ্যচিত্র!

Last Updated:

ধ্যানচাঁদ, সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছেন। সুনীল ছেত্রী সেই তালিকায় ঢুকে পড়তে পারেন কিনা একমাত্র সময় বলবে

সুনীল ছেত্রীকে নিয়ে ফিফার তথ্যচিত্র
সুনীল ছেত্রীকে নিয়ে ফিফার তথ্যচিত্র
দিল্লি: সুনীল ছেত্রীকে নিয়ে বিশেষ তথ্যচিত্র তৈরি করবে ফিফা। ইতিমধ্যে একটা বিশেষ টিম সুনীলের বেঙ্গালুরুর বাড়িতে বেশ কয়েকবার শুটিং করে গিয়েছে। আর অল্প শুটিং বাকি আছে। সেটা শেষ হয়ে গেলেই এবছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ভারতীয় ফুটবলের আইকনকে নিয়ে ফিফার তথ্যচিত্র। লিওনেল মেসি, রোনাল্ডো এবং নেইমারদের নিয়ে যে ধরনের তথ্যচিত্র হয় সেটাই হবে সুনীলকে নিয়ে।
এর থেকে গর্বিত হওয়ার মত খবর আর কিছু হতে পারে ভারতবাসীর জন্য? ভারতীয় ফুটবল বলতে যাঁর কথা সর্বপ্রথম মনে আসে, তিনি হলেন অধিনায়ক সুনীল ছেত্রী। এই ৩৮ বছর বয়সেও তিনি যে ভাবে খেলে চলেছেন, গোল করছেন, আবার গোলও করাচ্ছেন, তাতে ক্রীড়াপ্রেমী হিসাবে সকলেই চমৎকৃত। ভারতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত তাঁর আন্তর্জাতিক ম্যাচে ৯৩টি গোল করা হয়ে গেল।
advertisement
আজ তিনি নিজেকে এক অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। অথচ, এই জায়গায় পৌঁছতে তাঁকে যে কত ঘাম ঝরাতে হয়েছে, দিনের পর দিন কত কঠিন পরিশ্রম ও অনুশীলন করতে হয়েছে, তার খবর ক’জনই বা রাখেন? সুনীল ছেত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তাঁর অবসর নিয়ে। উত্তরে তিনি বলেছেন, তত দিন খেলা চালিয়ে যাবেন, যত দিন খেলাটাকে ভাল লাগবে, তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারবেন। কতটা আত্মবিশ্বাস থাকলে এ কথা বলা যায়।
advertisement
advertisement
সুনীল ছেত্রীর কাছে তরুণ প্রজন্মের শিক্ষণীয়— তাঁর ফিটনেস, শৃঙ্খলা, পরিশ্রম, খেলার প্রতি ভালবাসা ও দেশপ্রেম। তাঁর ভারতীয় ফুটবলে অসাধারণ অবদানের জন্য ফিফা তাঁকে নিয়ে তথ্যচিত্র করেছে। এই অসাধারণ ফুটবলারকে অবিলম্বে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার জন্য সরকারকে অনুরোধ করব। পাশাপাশি এই সব ভাল খেলোয়াড়কে ক্রীড়া প্রশাসনে নিয়ে এসে ভারতীয় ফুটবল তথা ভারতীয় ক্রীড়াজগৎকে উন্নত করার দাবি জানাই।
advertisement
এমন অনুরোধ আসছে দেশের ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে। আসলে ক্রীড়া ক্ষেত্রে ধ্যানচাঁদ, সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছেন। সুনীল ছেত্রী সেই তালিকায় ঢুকে পড়তে পারেন কিনা একমাত্র সময় বলবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীল ছেত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি সমর্থকদের! তৈরি হচ্ছে ফিফার তথ্যচিত্র!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement