হোম /খবর /খেলা /
আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা রজার বিনির ছেলে স্টুয়ার্টের

Stuart Binny Retirement: আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর ঘোষণা রজার বিনির ছেলে স্টুয়ার্টের

Stuart Binny with his wife Mayanti Langer

Stuart Binny with his wife Mayanti Langer

Stuart Binny announces retirement: ৩৭ বছর বয়সে এসে এবার প্যাড-গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন মায়ান্তি ল্যাঙ্গারের স্বামী স্টুয়ার্ট বিনি ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই: ক্রিকেট থেকে অবসর ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির (Stuart Binny) ৷ আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর কথা সোমবার ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির (Roger Binny) ছেলে স্টুয়ার্ট বিনি ৷  ৩৭ বছর বয়সে এসে এবার প্যাড-গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন বিনি ৷ 

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য রজার বিনির ছেলে স্টুয়ার্ট ভারতের হয়ে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয়টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ছিলেন অলরাউন্ডার ৷ লোয়ার অর্ডারে নেমে মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংটাও মন্দ করতেন না ৷ তবে পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবেই সেভাবে জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি ৷

আরও পড়ুন- ভাগ্য বদলে দিতে পারে এই লটারি, আজ কোন খেলা? রেজাল্ট জানতে দেখুন

৬ টি টেস্ট খেলে স্টুয়ার্ট বিনির সংগ্রহ ১৯৪ রান ৷ উইকেটে নিয়েছেন মাত্র ৩টি। ১৪টি একদিনের ম্যাচে রান করেছেন ২৩০, উইকেটে নিয়েছেন ২০টি। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে অভিষেক টেস্টে ১১৪ বলে ৭৮ রান করেছিলেন। এ ছাড়া ওয়ান ডে-তে ওই বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ৪.৪ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি ৷ ওয়ান ডে-তে ওটাই সেরা কোনও ভারতীয় ক্রিকেটারের বোলিং গড় ৷ তার আগে অনিল কুম্বলে ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন ৷

ব্যস বিনির বলার মতো পারফরম্যান্স বলতে এটুকুই ৷ আন্তর্জাতিক ক্রিকেটের থেকে বরং আইপিএলে তুলনায় কিছুটা ভাল পারফরম্যান্স করেছেন তিনি ৷ খেলেছেন আরসিবি, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৷ জনপ্রিয় ক্রিকেট কমেন্টেটর মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer) তাঁর স্ত্রী ৷

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, নেইমারের পরিবর্তে মাঠে মেসি, PSG-র জার্সিতে অভিষেক আর্জেন্টাইন সুপারস্টারের

একটি বিবৃতিতে বিনি এদিন জানান, ‘‘আমি সবাইকে জানাতে চাই প্রথম শ্রেণীর এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর গ্রহণ করছি ৷ এই খেলা আমাকে অনেক আনন্দ দিয়েছে ৷ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় খেলার সুযোগ পেয়ে গর্বিত আমি ৷’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Stuart Binny