দলীপ ট্রফিতে কামব্যাকের ম্যাচে ফের চোট শামির! কী হল তারকা পেসারেরে? জানালেন অধিনায়ক

Last Updated:

Mohammed Shami: দীর্ঘ প্রায় এক বছর পর মহম্মদ শামি ফিরেছেন ফার্স্ট-ক্লাস ক্রিকেটে। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচেই আবারও চোটের আশঙ্কা দেখা দিয়েছে।

News18
News18
দীর্ঘ প্রায় এক বছর পর মহম্মদ শামি ফিরেছেন ফার্স্ট-ক্লাস ক্রিকেটে। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচেই আবারও চোটের আশঙ্কা দেখা দিয়েছে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অনুষ্ঠিত দলীপ ট্রফির কোয়ার্টার-ফাইনালে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচে শামি বল হাতে কিছুটা ছন্দহীন শুরু করেন। প্রথম দুই স্পেলে খুব বেশি গতি কিংবা ধার দেখা যায়নি। তবে লাঞ্চের পর তার তৃতীয় স্পেলে পরিচিত শামির ছাপ দেখা যায়, যেখানে তিনি ইন-ডিপার এবং বাইরের বল দিয়ে ব্যাটারদের পরীক্ষা নিতে থাকেন।
শামি প্রথম ইনিংসে ২৩ ওভার বল করে ১ উইকেট নেন, খরচ করেন ১০০ রান। তার একমাত্র উইকেট আসে চতুর্থ স্পেলে, যখন সাহিল লোত্রা অফ-স্টাম্পের বাইরের বলে ক্যাচ আউট হন। তবে এর আগে শামির বলে কানাইয়া ওয়াধাওয়ানের ক্যাচ পড়ায় একটি সম্ভাব্য উইকেট মিস করেন। শামির পারফরম্যান্সে একদিকে যেমন অভিজ্ঞতার ছাপ ছিল, তেমনি দীর্ঘদিন পর খেলার ছাপও দেখা গেছে।
advertisement
উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে তিনি ১১ ওভার বল করলেও পরবর্তীতে মাঠে নামা থেকে বিরত থাকেন। তৃতীয় দিনের শেষ সেশনেও তাকে বল করতে দেখা যায়নি। এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে যে, শামি কি আবারও চোটে পড়েছেন? এই প্রশ্নে ফের একবার শোরগোল পড়ে যায়। তারকা পেসার কেন এতটা সময় মাঠের বাইরে তা ঘিরে তৈরি হয় কৌতুহল।
advertisement
advertisement
ম্যাচ শেষে পূর্বাঞ্চলের অধিনায়ক রিয়ান পরাগ বিষয়টি স্পষ্ট করে জানান, শামির বড় কোনো চোট হয়নি। তিনি বলেন, “শামি নিজের পায়ের ওপর পড়ে গিয়েছিল এবং অন্য পায়ের স্পাইক তার পায়ের আঙুলে লেগেছিল। এজন্যই ওকে আর ব্যবহার করা হয়নি।” তবে এটি শামির সামগ্রিক ফিটনেস নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে।
বাংলা খবর/ খবর/খেলা/
দলীপ ট্রফিতে কামব্যাকের ম্যাচে ফের চোট শামির! কী হল তারকা পেসারেরে? জানালেন অধিনায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement