North 24 Parganas News: ক্যারাটেতে কাঁচরাপাড়ার মুখ উজ্জ্বল করল শ্রীপর্ণা, আগামীতে রয়েছে বড় লক্ষ্য

Last Updated:

North 24 Parganas News: সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রুপো জিতে বাড়ি ফিরতেই কাঁচরাপাড়ার গর্ব হয়ে উঠেছে শ্রীপর্ণা। বাবা সজল চন্দ্র ও মা পারমিতা চন্দ্রের পাশাপাশি কাঁচরাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীর মানুষও আজ যেন শ্রীপর্ণার এই সাফল্যে গর্বিত।

+
প্রতিযোগী

প্রতিযোগী

উত্তর ২৪ পরগনা: সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রুপো জিতে বাড়ি ফিরতেই কাঁচরাপাড়ার গর্ব হয়ে উঠেছে শ্রীপর্ণা। বাবা সজল চন্দ্র ও মা পারমিতা চন্দ্রের পাশাপাশি কাঁচরাপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীর মানুষও আজ যেন শ্রীপর্ণার এই সাফল্যে গর্বিত। এলাকার মেয়ে দেশের পাশাপাশি জেলা তথা কাঁচরাপাড়ার নাম উজ্জ্বল করতেই তাকে সংবর্ধনা জানাতে ছুটে আসলেন পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারি।
শুধু সংবর্ধনাই নয়, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে শ্রীপর্ণার পাশে থাকার আশ্বাসও দেন পৌরপ্রধান কমল অধিকারি। তিনি জানান, নারীদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা অত্যন্ত জরুরি। শ্রীপর্ণার এই সাফল্য সকলকে অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনে দিল্লিতে আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারাটে প্রতিযোগিতা রয়েছে দশম শ্রেণীর ছাত্রী শ্রীপর্ণার। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তার কঠিন অনুশীলন। এবার তার লক্ষ্য স্বর্ণপদক।
advertisement
advertisement
সংবর্ধনা পেয়েও উচ্ছ্বসিত শ্রীপর্ণা। জানায়,সবাই পাশে থাকলে সে আরও ভালো ফল করতে পারবে। ছাত্রীর এই সাফল্যে আজ খুশি তার প্রশিক্ষকও। বর্তমানে নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল ও স্থানীয় প্রশাসনের তরফেও বহু জায়গায় শেখানো হচ্ছে এই আত্মরক্ষার কৌশল। যাতে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে পারেন নারীরা তার জন্যই ক্যারাটে রপ্ত করারও পরামর্শ দিচ্ছেন সচেতন নাগরিকরা। আর তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বিশেষ বার্তাই যেন উঠে আসছে শ্রীপর্ণার সাফল্যের মধ্যে দিয়ে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
North 24 Parganas News: ক্যারাটেতে কাঁচরাপাড়ার মুখ উজ্জ্বল করল শ্রীপর্ণা, আগামীতে রয়েছে বড় লক্ষ্য
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement