Srinjoy Bose In Mohun Bagan: শূন্য থেকে সিংহাসনে, বাগানে ফিরল সৃঞ্জয় জমানা
- Reported by:PARADIP GHOSH
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Srinjoy Bose In Mohun Bagan: অবশেষে এল ৮ জুন ২০২৫। হাজারো সদস্যের ভিড়ে আবারও সবুজ মেরুনের সচিব পদে মনোনয়ন পেশ। বর্ষার আগেই সৃঞ্জয় আবেগ আবেগে ভিজল বাগান। সবুজ মেরুন লনে সমস্বরে আওয়াজ উঠল 'তোমাকে চাই'।
কলকাতা: গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবু থেকে দক্ষিণ কলকাতার দূরত্ব মেরে কেটে সাড়ে তিন কিলোমিটার। পায়ে হেঁটে পেরোতে এক ঘণ্টাও লাগার কথা নয়। অথচ সেই পথ পেরোতেই লেগে গেল সাড়ে তিন বছরেরও বেশি সময়। সাড়ে তিন কিলোমিটারের ব্যবধান ঘুচিয়ে বিন্দুতে সিন্ধু লাভে লেগে গেল সাড়ে তিন বছর। বালিগঞ্জে বোস ভিলার গা ঘেঁসে ওঠা অ্যাপার্টমেন্টের একদা প্রতিবেশিনীর সংলাপটা সামান্য বদলে দিয়ে বলাই যেত,”সাড়ে তিন সাল লম্বি থি না!”
২০২১ এর নভেম্বরে সচিবের চেয়ার ছেড়ে সরে যেতে হয়েছিল ক্লাব থেকেই। সাড়ে তিন বছরের ব্যবধানে সেই ক্লাবে সচিবের সিংহাসনেই স্বপ্নের প্রত্যাবর্তন সৃঞ্জয় বসুর। মাঝখানে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বাগানে ঝরে গেছে তিন তিনটে বসন্ত। সচিব পদে থাকাকালীন যে ক্লাব তাঁবু অত্যাধুনিকীকরণের কাজ শুরু করেছিলেন, আজ সেখানেই ঝা চকচকে কর্পোরেট লুক। ক্লাব রাজনীতির ভাঙা-গড়ার ক্রমাগত খেলায় এই মনে তখন শুধুই ভাঙ্গন!
advertisement
advertisement
ঘুরে দাঁড়ানোর শুরু বছর খানেক আগে। তলিয়ে যেতে যেতে সামলে নিয়ে ভেসে থাকার চেষ্টা। চারপাশে ঘিরে থাকা ভিড় ততদিনে ভাঙতে শুরু করেছে! তবু তারই মাঝে ঘুরে দাঁড়ানোর শপথ।
advertisement

হাসি মুখে সৃঞ্জয় বসু ক্যাম্প
হারানো সিংহাসন ফিরে পাওয়া শুধু নয়, জমে থাকা যন্ত্রণা থেকে মুক্তির লড়াই! অবশেষে এল ৮ জুন ২০২৫। হাজারো সদস্যের ভিড়ে আবারও সবুজ মেরুনের সচিব পদে মনোনয়ন পেশ। বর্ষার আগেই সৃঞ্জয় আবেগ আবেগে ভিজল বাগান। সবুজ মেরুন লনে সমস্বরে আওয়াজ উঠল ‘তোমাকে চাই’।
advertisement

সাড়ে তিন বছরের ব্যবধানে সেই ক্লাবে সচিবের সিংহাসনেই স্বপ্নের প্রত্যাবর্তন সৃঞ্জয় বসুর
প্রাক গোয়েঙ্কা জমানায় মোহনবাগান আর বালিগঞ্জের বসু পরিবার ছিল সমার্থক। শতাব্দী প্রাচীন ক্লাবে টুটু বোসদের অবদান ভোলার নয়। আজ যেন রিটার্ন গিফটের পালা। ক্লাব লনে থিকথিকে ভিড় ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল সৃঞ্জয়কে। সবুজ মেরুন জনতার জয়ধ্বনি মনে করিয়ে দিচ্ছিল, সাড়ে তিন সাল লম্বি থি না!
advertisement
Paradip Ghosh
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2025 7:11 AM IST








