সচিনের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে ট্রোলড এই দক্ষিণী নায়িকা !

Last Updated:
#হায়দরাবাদ: যেভাবেই হোক তিনি সবসময় প্রচারের আলোয় থাকতে ভালবাসেন ৷ আর এর জন্য তিনি যা খুশি করতে পারেন ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের নানারকম ভিডিও, ছবি বা মন্তব্যও পোস্ট করে থাকেন দক্ষিণী নায়িকা শ্রী রেড্ডি ৷  তবে এবার তিনি যা করেছেন, তা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কারণ এবার তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে নিয়েই বেফাঁস মন্তব্য করে বসেছেন নিজের ফেসবুক ওয়ালে !
চার্মি কউর ৷ এই অভিনেত্রীর সঙ্গেই সচিন তেন্ডুলকরের নাম জড়ালেন শ্রী রেড্ডি ৷ চার্মি কউর ৷ এই অভিনেত্রীর সঙ্গেই সচিন তেন্ডুলকরের নাম জড়ালেন শ্রী রেড্ডি ৷
হঠাৎ এই নায়িকার টার্গেট কেন সচিন তেন্ডুলকর ? শ্রী রেড্ডি লিখেছেন,  সচিন তেন্ডুলকর একজন রোম্যান্টিক মানুষ। যখনই তিনি হায়দরাবাদে আসেন, ‘চার্মিং গার্ল’ (পরোক্ষভাবে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন অভিনেত্রী চার্মি কউরকে) তাঁর সঙ্গে রোম্যান্স করতে লেগে পড়েন। হাই প্রোফাইল চামুণ্ডেশ্বর স্বামী এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন। ‘গ্রেটেস্ট’ মানুষরা ভালই খেলেন ৷ মানে রোম্যান্সের ক্ষেত্রেও।
advertisement
advertisement
এমন ঘটনার প্রতিক্রিয়া যে সাংঘাতিক কিছু ঘটবে, তা মোটামুটি সহজেই বোঝা সম্ভব ৷ স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট আইকন-এর ব্যাপারে এমন বেফাঁস মন্তব্য করার পর শ্রী রেড্ডি সচিন-ভক্তদের হাত থেকে রেহাই পাননি। সচিন ভক্তরা টিটকারি এবং গালিগালাজে ভরিয়ে দেন শ্রী-কে ৷ ফেসবুক পোস্টে অভিনেত্রী কী লিখেছিলেন, দেখে নিন নীচে ৷
Sri Reddy
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সচিনের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে ট্রোলড এই দক্ষিণী নায়িকা !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement