টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা দলে ফিরলেন লাসিথ মালিঙ্গা! পালন করবেন বড় দায়িত্ব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Lasith Malinga: টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা দলে ফিরলেন প্রাক্তন তারকা পেসার, কিংবদন্তী ইয়ক্রাক স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা। বড় দায়িত্ব পালন করবেন তারকা পেসার।
টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা দলে ফিরলেন প্রাক্তন তারকা পেসার, কিংবদন্তী ইয়ক্রাক স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা। শুধু মাত্র টি-২০ বিশ্বকাপের জন্য় মালিঙ্গাকে কনসালট্যান্ট পেস-বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। ক্রিকেট বোর্ড জানিয়েছে, মালিঙ্গার চুক্তির মেয়াদ থাকবে এক মাস—১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময়ে তিনি জাতীয় দলের ফাস্ট বোলারদের প্রস্তুতি ও দক্ষতা বাড়ানোর কাজে যুক্ত থাকবেন।
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানায়, সংক্ষিপ্ত ফরম্যাটে বিশেষ করে ডেথ ওভারে বোলিংয়ে মালিঙ্গার অভিজ্ঞতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং চাপের মুহূর্তে কার্যকর বোলিং করার দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগে বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে চায় বোর্ড। উল্লেখ্য, মালিঙ্গা ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং তারপর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।
advertisement
টি-টোয়েন্টি ক্রিকেটে মালিঙ্গার অর্জন ঈর্ষণীয়। শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি নিয়েছেন ১০৭টি উইকেট, যার মধ্যে রয়েছে ৬ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার ঐতিহাসিক বোলিং ফিগার। আইপিএলেও তিনি একজন কিংবদন্তি; মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ T20 World Cup 2026: কারা উঠবে সেমিফাইনালে? কে হবে চ্যাম্পিয়ন? টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্য়দ্বাণী
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সানাথ জয়াসুরিয়ার কোচিংয়ে দলটি তাদের অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে শ্রীলঙ্কা। গত আসরে সুপার ৮-এ উঠতে না পারায় এবার ভালো ফলের লক্ষ্যে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 6:54 PM IST








