প্রথম ম্যাচ হারের ধাক্কা সামলে কামব্যাক, টি-২০ বিশ্বকাপের সুপার ১২-তে এশিয়া চ্যাম্পিয়নরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানে জিতল শ্রীলঙ্কা। পরপর দুটি ম্যাচ জিতে প্রতিযোগিতার পরের রাউন্ডে দাসুন শানাকারা।
#গিলং: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার হার অবাক করেছিল ক্রিকেট বিশ্বকে। প্রশ্ন উঠে গিয়েছিল প্রতিযোগিতার সুপার ১২ রাউন্ডে পৌছানো নিয়েও। কিন্তু প্রথম ম্যাচ হারার ধাক্কা সামলে সংযুক্ত আরব আমিরশাহী ও নেদারল্যান্ডকে হারিয়ে মূল পর্বে পৌছে গেল দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরঙ্গারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের ১৬ রানে হারাল লঙ্কান লায়ন্সরা।
নেদারল্যান্ডের বিরুদ্ধে টস দিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে করে ১৬২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া ৩১ রান করেন চারিথ আসালঙ্কা। এছাড়া ১৯ রান করেন ভানুকা রাজাপক্ষ ও ১৪ রান করেন পাথুম নিশঙ্কা। নেদারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন পল ভ্যান মিকিরন ও ব্যাস দি লিড।
advertisement
১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকে শেষ পর্যন্ত একাই লড়াই করে যান নেদারল্যান্ডের ওপেনার ম্যাক্স ও ডাউড। ৫৩ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি দলকে। কার তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ডাচ ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে ন্যাদারল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসরঙ্গা।
advertisement
advertisement
এই ম্যাচ জয়ের ফলে ২ ম্যাচে জিতে গ্রুপ টেবিলে টপার হয়ে সুপার ১২-এ তে পৌছল দাসুন শানাকার দল। ৩ ম্যাচে দুটি জয়ে শ্রীলঙ্কার পয়েন্ট চার। অপরদিকে নেদারল্যান্ড ম্যাচ হারলেও তারা পৌছে গিয়েছে মূল পর্বে। কারণ নামিবিয়া সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরে যাওয়ায় সুপার ১২-তে যাওয়ার দরজা খুলে যায় ডাচদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 7:00 PM IST