‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না?
#মুম্বই: সানরাইজার্স হায়দরাবাদ পেসার উরমান মালিক (Umran Malik), এবারের আইপিএলে তাঁকে নিয়ে অবাক হওয়ার শেষ নেই , ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট ফ্যান সকলেই চমকে যাচ্ছেন কি করে একজন ক্রিকেটার লাগাতার ১৫০ কিলোমিটার গতিতে বল করে যেতে পারেন? আইপিএল ২০২২ এ পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (PBKS vs SRH) ম্যাচে ৪ উইকেট তুলে নিলেন তিনি আর শেষ ওভারে ২টি আউট এবং একটি রান আউট হয় তাঁরই দৌলতে৷
তিনি যদি ঠিকঠাকভাবে না ধরতেন তাহলে শাহরুখ খান ও লিভিংস্টোন তাহলে তারা ১৮০ পার করে দিতেই পারত৷ তারপরেই এক স্বপ্নের স্পেলে পুরো পঞ্জাব কিংসের প্ল্যানিংয়ে জল ঢেলে দিল৷ প্রথমে তিনি ওডেন স্মিথকে তুলে নেন৷ এরপর রাহুল চাহার, বৈভব অরোরাকে৷ চাহার ও অরোরার উইকেট পরপর দুবলে নিয়ে নেন৷ একটা বল ছিল এক ওভারের শেষ বল অন্যটি ছিল তাঁর পরের ওভারের প্রথম বল৷ তারপরে তিনি হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন৷ অর্শদীপ সিং তাঁকে কোনওরকমে ঠেকিয়ে দেন৷ এটা করতে পারলে আইপিএলের ইতিহাসে তিনি প্রথম বোলার হতেন যিনি পরপর চারটি উইকেট নিতেন৷
advertisement
Three fast, three furious. 🔥
Umran Malik gets 3️⃣ in a single over. 💪🏾#PBKSvSRH #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/u9utm9FQZK — SunRisers Hyderabad (@SunRisers) April 17, 2022
advertisement
ইনিংসের বিরতিতে উমরান আইপিএলের ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলেন৷ তাঁরা প্রশ্ন করেছিলেন কড়কড়ে রোদের নিচে এরকমভাবে বল করতে তাঁর অসুবিধা হয় না? মুম্বইতে রবিবার অত্যন্ত গরম ছিল৷ কিন্তু উমরানের বল করতে কোনও অসুবিধা হচ্ছিল না৷ ওই অবস্থাতেও একই দাপটের সঙ্গে বল করে যাচ্ছিলেন তিনি৷
advertisement
এর উত্তরে সহজ সরল উত্তর দেন উমরান মালিক তিনি বলেন, ‘‘স্যার আমি জম্মুর বাসিন্দা৷ সেখানে গরমে ৪৬-৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়৷ আমি সেই তাপমাত্রায় অনুশীলন করতাম৷ আমি গরমে বল করতে উপভোগ করি৷’’
এছাড়াও উমরান মালিক বলেন তিনি সাধারণ জিনিসে নজর রেখেছেন উইকেট টু উইকেট বল করবেন৷ তবে তাঁর গতিই তাঁর বলকে আলাদা মাত্রা দেয়৷ উদাহরণ হিসেবে জিতেশ শর্মা চেষ্টা করেন উমরানের থেকে শর্ট বল আদায় করতে৷ তিনি লেট হয়ে যান এবং নিজের উইকেট খুইয়ে বসেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 17, 2022 7:36 PM IST