corona virus btn
corona virus btn
Loading

‘‘ খারাপ সময়ে পাশে থাকেননি কেউই ’’...শ্রীসন্থের নিশানায় এবার ধোনি-দ্রাবিড়

‘‘ খারাপ সময়ে পাশে থাকেননি কেউই ’’...শ্রীসন্থের নিশানায় এবার ধোনি-দ্রাবিড়
File Photo

নিজের এককালের টিমমেটদের নিয়ে এবার বোমা ফাটালেন শ্রীসন্থ !

  • Share this:
#মুম্বই: স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর মহেন্দ্র সিং ধোনি, রাহুল দ্রাবিড়ের মতো দলের সিনিয়ররা কেউই তাঁর পাশে দাঁড়াননি। নিজের এককালের টিমমেটদের নিয়ে এবার বোমা ফাটালেন শ্রীসন্থ !
২০১৩-র আইপিএলের ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হন ভারতীয় স্পিডস্টার। শ্রীসন্থের আক্ষেপ, সেসময় টিম অধিনায়ক ও মেন্টর রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁকে সমর্থন করেননি কেউই বলে অভিযোগ কেরল পেসারের ।
ধোনিকে নিয়ে শ্রীসন্থের অভিযোগ, মাহিকে বেশ কয়েকবার মেসেজ করেছিলেন তিনি। কিন্তু ক্যাপ্টেন কুল কোনও উত্তরই দেননি তাতে।
 
First published: November 6, 2017, 8:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर