Fastest Century in Cricket: মাত্র ২১ বলে সেঞ্চুরি, ক্রিকেট ইতিহাসে নয়া রেকর্ড! দেখুন বিধ্বংসী ইনিংসের হাইলাইটস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Fastest Century in Cricket:ক্রিকেট ধীরে ধীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে তৈরি হচ্ছে নিত্য-নতুন রেকর্ডও। কিন্তু এবার যেই রেকর্ডটি তৈরি হল তা এক কথায় সত্যিই অবিশ্বাস্য।
কলকাতা: ক্রিকেট ধীরে ধীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই সঙ্গে তৈরি হচ্ছে নিত্য-নতুন রেকর্ডও। কিন্তু এবার যেই রেকর্ডটি তৈরি হল তা এক কথায় সত্যিই অবিশ্বাস্য। ২১ বলে সেঞ্চুরি করে নয়া ইতিহাস তৈরি হল স্প্যানিশ টি-১০ লিগে। রেকর্ড বুকে নাম লেখানে আসজাদ বাট। ইউরোপিয়ান টি-টেন লিগে সবথেকে দ্রুত শতরানের মালিক হলে তিনি।
স্পেনের টি১০ লিগে ম্যাচ ছিল কাটালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেটের। সেখানে প্রথমে ব্যাট করে কাটালুনিয়া ড্রাগন্স ১৫৬ রাবের টার্গেট দেয়। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৫.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় হসপিটালেট। সৌজন্যে আসজাদ বাটের বিধ্বংসী ইনিংস। ইনিংসেক শুরু থেকে ছক্কার ফুলঝুরি ছোটান আসজাদ। মাত্র ২১ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন তিনি।
advertisement
বিপক্ষের কোনও বোলারকেই রেয়াত করেননি আসজাদ। যেখানেই বল পেয়েছেন তা মাঠের বাইরে পাঠিয়েছেন। আসজাদ শেষমেশ ২৭ বলে ১২৮ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ১৮টি ছক্কা মারেন। ইউরোপিয়ান টি-টেন লিগে এর আগে ২৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলির। এমনকি ১০ ওভারের ক্রিকেটেও বিশ্বে দ্রুততন শতরানের মালিক হলেন আসজাদ। সেই ইনিংস এখন নেট দুনিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
💯 in just 21 balls!😱
Asjad Butt sets a new ECN record!🔥#EuropeanCricket #EuropeanCricketSeries #StrongerTogether pic.twitter.com/bg4A70KZU8
— European Cricket (@EuropeanCricket) February 22, 2024
advertisement
প্রসঙ্গত, ওডিআই ক্রিকেটে ইতিহাসে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের ৩১ বলে দ্রুততম শতরান আমরা দেখেছি, টি-২০ ক্রিকেটে নেপালের কুশল মাল্লার ৩৪ বলে দ্রুততম শতরান রয়েছে, আইপিএলের ক্রিস গেইলের রয়েছে ৩০ বলে শতরান। তবে যে কোনও দেশের বা যে কোন পর্যায়ের ক্রিকেটই হোক না কেন, ২১ বলে সেঞ্চুরি সত্যিই অবিশ্বাস্য ও প্রশংসনীয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 8:23 AM IST