আত্মঘাতী গোলে কলম্বিয়ার স্বপ্নভঙ্গ, মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

Last Updated:

মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল স্পেন। খেলারফল ১-০। কলম্বিয়ার আত্মঘাতী গোলে বিশ্বজয় স্পেনের মেয়েদের।

#মুম্বই: প্রায় ২০ দিনের লড়াইয়ের শেষে মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ জিতল স্পেন। মুম্বইয়ে মেগা ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ছোটদের বিশ্বজয়ের মুকুট উঠল স্প্যানিশ আর্মাডাদের মাথায়। এই নিয়ে লাগাতার দ্বিতীয়বার এই ট্রফি জিতল স্পেন। তবে আত্মঘাতী গোলে হল চ্যাম্পিয়ন নির্ধারণ। হাড্ডাহাড্ডি ম্যাচে শেষের দিকে কলম্বিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। সেই ব্যবধান ধরে রেখে বিশ্বজয় করল ই.জি মার্টিনের দল।
advertisement
এদিন ম্যাচের শুরু থেকেই দুই দল রক্ষণকে মজবুত েরখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। নিজেদের ঘরানা অনুযায়ী বল পজিশন ধরে রেখে আক্রমণ করার চেষ্টা করে স্পেন। পাল্টা ঝটিকায় কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা করতে থাকে কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করেছিল গোল করার মত। কিন্তু কাজের কাজ হয়নি। গোলশূন্যভাবেউই শেষ হয় প্রথমার্ধের খেলা।
advertisement
দ্বিতীয়ার্ধে স্পেন ও কলম্বিয়া দুই দলই আরও একটি খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে। তবে ম্যাচে বল পজিশন নিজেদেরে দখলে বেশি রাখে স্পেন। ৭০ শতংশ বলের দখল ছিল তাদের দখলে। ম্যাচের ৮২ মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন কলম্বিয়ার অ্যানা মারিয়া গুজম্যান জাপাটা।
advertisement
আত্মঘাতী গোলে এগিয়ে গিয়ে সেই লিড ধরে রাখার চেষ্টাকরে স্পেন। শেষ ১০ মিনিটে আক্রমণের মাত্রাও বাড়িয়েছিল কলম্বিয়া। তবে স্পেনের জমাটি রক্ষণ ভাঙতে সমর্থ হয়নি দক্ষিণ আমেরিকার দেশের অ্যাটাকিং লাইন। ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত ১ গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিৎ করে স্পেন। পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে বিজয় উৎসবে মাতেন স্পেনের মেয়েরা। সাফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করে খুশি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনও।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আত্মঘাতী গোলে কলম্বিয়ার স্বপ্নভঙ্গ, মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement