Temba Bavuma ODI series vs India: একদিনের সিরিজেও ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, হুঙ্কার অধিনায়ক বাভুমার
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Temba Bavuma not worried about taking on India in ODI. ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য প্রস্তুত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক বাভুমা
মাঝে আর একটা দিন। তারপরেই শুরু একদিনের সিরিজ। পার্ল শহরে প্রথম ম্যাচ। শেষবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হেরে গেলেও একদিনের সিরিজে ৫-১ জয় তুলে নিয়েছিল ভারত। কিন্তু সেটা ছিল ২০১৮ সাল। ওটা মনে রাখতে চান না দক্ষিণ আফ্রিকার বর্তমান একদিনের অধিনায়ক টেম্বা বাভুমা। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অতীত মনে রেখে লাভ নেই। সামনের দিকে তাকাতে চান। টেস্ট সিরিজ জয়ের পর যে ক্রিকেটাররা একদিনের সিরিজে আছেন তাদের প্রত্যেকের আত্মবিশ্বাস তুঙ্গে।
advertisement
advertisement
ভারতকে একদিনের সিরিজেও হারানো সম্ভব বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। দলে রাবাডা, লুঙ্গি এনগিদি, ওয়েন পার্নেলদের মত বোলার রয়েছে। ডেভিড মিলার, তবরেজ শামসির মত সাদা বলের স্পেশালিস্ট ক্রিকেটার যোগ দেবে। ফলে ভারতকে নিয়ে ভেবে রাতের ঘুম নষ্ট করতে নারাজ বাভুমা। তিনি মনে করেন এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকান দলটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।
advertisement
চোকারস শব্দটা আগে ব্যবহার করা হত প্রোটিয়া দলের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে স্পিন এবং পেস দুটো খেলার মত ব্যাটসম্যানের অভাব নেই দলে। বাভুমা মনে করেন টেস্ট সিরিজ হারের পর ভারত মুখিয়ে থাকবে একদিনের সিরিজ নিজেদের নামে করার জন্য। মরিয়া হয়ে উঠবে তারা।
কিন্তু দক্ষিণ আফ্রিকার দল নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখে। ভারতকে সমীহ করলেও ভয় পাওয়ার কোন কারণ নেই জানিয়ে দিলেন ছোটখাটো চেহারার এই ব্যাটসম্যান। সবচেয়ে বড় কথা পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরের বছর একদিনের বিশ্বকাপের দিকে নজর রেখে একটা দল তৈরী করছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ তার অ্যাসিড টেস্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 4:15 PM IST