India vs South Africa : ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, দেখে নিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
South Africa announce squad for T20 series against India. ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
#কেপটাউন: কয়েক মাস আগে যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখন মনে করা হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে আসবে তারা। কিন্তু হয়েছিল উল্টো। ভারতকে টেস্ট এবং একদিনের সিরিজে শূন্য হাতে ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এলগার, বাভুমাদের বিরুদ্ধে ওই ফলাফল আশা করেনি রাহুল দ্রাবিড়ের দল। এবার ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা।
টিম ইন্ডিয়ার কাছে প্রতিশোধ নেওয়ার ম্যাচ। ৯জুন থেকে১৯জুন পর্যন্ত ভারতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন এনরিক নরকিয়া এছাড়াও ট্রিস্টান স্টাবস প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন।
১৬ সদস্যের দলের বেশিরভাগ খেলোয়াড় বর্তমানে ভারতে রয়েছেন এবং ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। ১৫তম আইপিএল-এর ফাইনাল ম্যাচটি ২৯মে অনুষ্ঠিত হবে। টিম ইন্ডিয়া থেকে এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দেখে নিন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:
advertisement
advertisement
PROTEAS SQUAD ANNOUNCEMENT ⚠️ Tristan Stubbs receives his maiden call-up 💪 Anrich Nortje is back 👌 India, here we come 🇮🇳 Full squad 🔗 https://t.co/uEyuaqKmXf#INDvSA #BePartOfIt pic.twitter.com/iQUf21zLrB
— Cricket South Africa (@OfficialCSA) May 17, 2022
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডের ডুসেন, মার্কো জানসেন।
advertisement
ভারত বনামদক্ষিণ আফ্রিকা T20 সিরিজের সম্পূর্ণ সময়সূচী
১ম টি-টোয়েন্টি ম্যাচ,৯ জুন,দিল্লি
২য় টি-টোয়েন্টি ম্যাচ,১২ জুন,কটক
৩য় টি-টোয়েন্টি ম্যাচ,১৪ জুন,বিশাখাপত্তনম
৪র্থ টি-টোয়েন্টি ম্যাচ,১৭ জুন,রাজকোট
পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ,১৯জুন,বেঙ্গালুরু
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2022 3:33 PM IST