বোর্ডে শুরু মহারাজ যুগ, প্রথম ১০ মাসের লক্ষ্য ঠিক করলেন সৌরভ
Last Updated:
#কলকাতা: দশ মাসের রাজত্বে তাঁর প্রথম কাজ হবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট এবং ক্রিকেটারদের আর্থিক ভাবে উন্নতি। মুম্বইয়ে দাবি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জরুরি অবস্থা কাটিয়ে ভারতীয় বোর্ডের ভাবমূর্তি ফেরানোও তাঁর চ্যালেঞ্জ বলে মনে করেন মহারাজ।
ম্যাচ গড়াপেটার কালো মেঘ সরিয়ে একদিন টিম ইন্ডিয়া তৈরি করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যত সেই পরিস্থিতিতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে চলেছেন সৌরভ। এবার তাঁর কাছে চ্যালেঞ্জ বিসিসিআইয়ের ভাবমূর্তি উদ্ধারের। কারণ, গত তিন বছরে আর্থিক ভাবে পিছিয়ে পড়ে এক জরুরি অবস্থার মধ্যে দিয়েছে গিয়েছে বোর্ড।
তিন বছর আগে বাংলা ক্রিকেটের মসনদে বসে গুরুত্ব দিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটের উপর। আগামী দশ মাসে ভারতীয় ক্রিকেটেও তাঁর ফোকাসে থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নয়নই।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2019 8:43 PM IST