কলকাতা: ৫০ বছরের জন্মদিন ৷ স্পেশ্যাল সেলিব্রেশন তো বনতা হ্যায় ! বৃহস্পতিবার রাতেই ধুমধাম করে জন্মদিন পালন হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly Birthday) ৷ কেক কেটে ভাংড়া নেচে একেবার ‘লন্ডন ঠুমক দা...’ ৷ ঘড়ির কাঁটা ঠিক ১২টা বাজার পরেই শুরু হয় সেলিব্রেশন ৷ স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানার পাশাপাশি বন্ধুবান্ধবদের নিয়ে লন্ডনে সময়টা দারুণ কাটল মহারাজের ৷ ৫০ বছর পূর্ণ বিসিসিআই প্রেসিডেন্টের ৷
মধ্যরাতে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন মহারাজের#SouravGanguly #SouravGangulyBirthday pic.twitter.com/L4QP6AF9x3
— News18Bangla (@News18Bengali) July 8, 2022
৮ জুলাই দিনটা সকাল থেকেই বেহালায় বীরেন রায় রোডের লাল বাড়িটার সামনে প্রচুর ভিড় জমে। কলকাতা এবং আশপাশের সব জেলা থেকেই ভক্তেরা এসে প্রতি বছর ভিড় জমান প্রিয় দাদাকে একবার দেখার আশায় ৷
কিন্তু এ বছর সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডে রয়েছেন ৷ সেখানেই পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন মহারাজ ৷
ইংল্যান্ড যাওয়ার আগে সৌরভ বলেছিলেন, বাংলার মানুষের ভালবাসা এবার তিনি মিস করবেন। বৃহস্পতিবার লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যায় নিজের ঘনিষ্ঠ বেশ কয়েকজনের সঙ্গে ৷ ঐতিহাসিক লর্ডসের ব্যালকনি, স্টেডিয়াম ঘুরে দেখান সৌরভ ৷ পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেই এবার লন্ডনে নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করবেন মহারাজ ৷ ব্যক্তিগত ম্যানেজার তানিয়া ভট্টাচার্য, ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু ছাড়াও নিজের অফিসের বেশ কয়েকজন কর্মীকে লর্ডসের মাঠ ঘুরিয়ে দেখান সৌরভ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sourav Ganguly