Sourav Ganguly: সৌরভ জন্মদিনের গিফট হিসেবে চান ভারতের বিশ্বকাপ জয়! আশাবাদী মহারাজ

Last Updated:

বিশ্বকাপের ম্যাচ বণ্টন নিয়ে অনেকে ক্ষোভ উগরে দিলেও বোর্ডের প্রশংসা শোনা গিয়েছিল সৌরভের কণ্ঠে

সৌরভ আশাবাদী কোহলিদের নিয়ে
সৌরভ আশাবাদী কোহলিদের নিয়ে
কলকাতা: ৮ই জুলাই ৫১ বছর পূর্ণ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে এবার তার ইচ্ছে ভারত ভরের মাঠে বিশ্বকাপ জিতুক। সেই ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়নি ভারত। ২০১১ হোক কিংবা ২০১৫ বা ২০১৯— ট্রেন্ড বদলায়নি। শেষ তিনটি সংস্করণে আয়োজক দেশই জিতেছে ক্রিকেট বিশ্বকাপ। দীর্ঘ ১২ বছর পর ফের ভারতের মাটিতে বসছে আইসিসি’র মেগা ইভেন্ট। তাহলে কি রোহিতের হাতেই উঠবে ট্রফি, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ফেভারিট বলছেন ভারতকে। তাঁর যুক্তি, ঘরের মাঠে বিশ্বকাপ খেলার বাড়তি সুবিধা পাওয়া যায়। শুধু চেনা পরিবেশই নয়, বিপুল দর্শক সমর্থনও পাবে বিরাট, রোহিতরা। ২০১১ সালে আমরা মুম্বইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিলাম। চার বছর পর মেলবোর্নে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৯ সালে লর্ডসে কাপ উঠেছিল মরগ্যানের হাতে।
advertisement
advertisement
সেই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে এবার রোহিতদের বিশ্বকাপ না জেতার কোনও কারণ নেই। দলে রয়েছে বহু প্রতিভাবান ক্রিকেটার। মেগা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া সব সময়ই ফেভারিট। আমি তো খুবই আশাবাদী। বিশ্বকাপের ম্যাচ বণ্টন নিয়ে অনেকে ক্ষোভ উগরে দিলেও বোর্ডের প্রশংসা শোনা গিয়েছিল সৌরভের কণ্ঠে।
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় সেমি-ফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ হবে। কীভাবে এতগুলো ম্যাচ পেল কলকাতা? জবাবে সৌরভ বলেন, ‘এটা হওয়ারই ছিল। দর্শকাসনের দিক থেকে মোতেরার পর ইডেনই রয়েছে। তাই এখানে সেমি-ফাইনাল হওয়ার সম্ভাবনা ছিল প্রথম থেকেই।
advertisement
৮ জুলাই মহারাজের ৫১তম জন্মদিন। গতবার তিনি বিলেতে পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন। এবার বার্থডে সেলিব্রেশন সারবেন বেহালার বাড়িতেই। এবারও সঙ্গী হচ্ছেন মেয়ে সানা।
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভ জন্মদিনের গিফট হিসেবে চান ভারতের বিশ্বকাপ জয়! আশাবাদী মহারাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement